মোদীর আমলে সূর্যও স্পর্শ ISRO-র, কী বললেন প্রধানমন্ত্রী?

ISRO's Aditya-L1 mission: পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরের এই গন্তব্যে এদিন পৌঁছে গেল আদিত্য এল১। এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিজ্ঞানীরা যেভাবে এই কাজে নিজেদের উৎসর্গ করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

মোদীর আমলে সূর্যও স্পর্শ ISRO-র, কী বললেন প্রধানমন্ত্রী?
আদিত্য এল ১-এর সাফল্যে উচ্ছ্বসিত মোদীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 6:06 PM

নয়া দিল্লি: শনিবার সূর্য ছুঁল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র মহাকাশ যান। না, সত্যি সত্যি সূর্যকে স্পর্শ করেনি ইসরোর মহাকাশযান। তবে, এদিন সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ বা এল১ পয়েন্টের হ্যালো কক্ষপথে স্থাপন করার লক্ষ্যে সফল হয়েছে ইসরো। এটাই, সূর্যকে অধ্যয়ন করার জন্য ভারতের প্রথম মহাকাশযান, ‘আদিত্য এল ১’-এর চূড়ান্ত গন্তব্য ছিল। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরের এই গন্তব্যে এদিন পৌঁছে গেল আদিত্য এল১। এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিজ্ঞানীরা যেভাবে এই কাজে নিজেদের উৎসর্গ করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আরও এক মাইলফলক তৈরি করল ভারত। গন্তব্যে পৌঁছল ভারতের প্রথম সৌর মানমন্দির আদিত্য-এল ১। সবথেকে জটিল এবং খটমট মহাকাশ অভিযান সফল করতে, আমাদের বিজ্ঞানীদের নিষ্ঠা এবং নিরলস প্রচেষ্টার প্রমাণ এটা। গোটা দেশের সঙ্গে, আমি এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাতে চাই। গোটা মানবজাতির কল্যাণে আমরা বিজ্ঞানের নতুন নতুন সীমানা অতিক্রম করতে থাকব।”

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী জীতেন্দ্র সিং-ও ইসরোর এই সাফল্যকে সাধুবাদ দিয়েছেন। তিনি এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেছেন, “ভারতের জন্য কী গৌরবময় একটা বছর! প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে, টিম ইসরো আরও এক সাফল্যের কাহিনি লিখল। সূর্য-পৃথিবী সংযোগের রহস্য আবিষ্কার করতে তার চূড়ান্ত কক্ষপথে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১।”

গত বছরের ৩ সেপ্টেম্বর রওনা দিয়েছিল মহাকাশযানটি। ১২৫ দিনেরও বেশি সময়ে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, শনিবার বিকেল ৪টে নাগাদ নির্দিষ্ট কক্ষপথে পৌঁছয় আদিত্য-এল ১। ইসরো জানিয়েছে, আদিত্য-এল ১ যেখানে পৌঁছে গিয়েছে, সেখান থেকে সূর্যের একটি নিরবচ্ছিন্ন এবং পরিষ্কার ছবি দেখা যাবে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার জানিয়েছেন, এবং অতীতের অভিজ্ঞতার জোরে ইসরোর বিজ্ঞানীদের দলটি দুর্দান্ত নির্ভুলতায় এই মাইলফলক অর্জন করেছেন।