Narendra Modi: আরজি কর-কাণ্ডের আবহেই নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোদীর, রাজ্যগুলিকে বিশেষ বার্তা

Narendra Modi: কেন্দ্রীয় সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেছেন মোদী। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, গত ১০ বছরে মহিলাদের জন্য অনেক কাজ করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এর আগে কখনও এত কাজ হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

Narendra Modi: আরজি কর-কাণ্ডের আবহেই নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোদীর, রাজ্যগুলিকে বিশেষ বার্তা
জলগাঁওয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 8:09 PM

মহারাষ্ট্র: আরজি কর-কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। দেশ জুড়ে নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সব মহল। বার্তা দিচ্ছে সুপ্রিম কোর্ট। আর এই আবহেই নারী নিরাপত্তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রে একটি সম্মেলনে গিয়ে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অভিযুক্তকে কোনওভাবেই ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ সম্মেলনে এদিন উপস্থিত হয়েছিলেন মোদী। সেখানে গিয়ে তিনি বলেন, ‘নারী নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব রাজ্যের সরকারকে বলব, মহিলাদের ওপর হওয়া অত্যাচারের ক্ষেত্রে অপরাধের কোনও ক্ষমা নেই। অভিযুক্ত যেই হোক না কেন, তার ছাড় পাওয়া উচিত নয়।’

কেন্দ্রীয় সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেছেন মোদী। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, গত ১০ বছরে মহিলাদের জন্য অনেক কাজ করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এর আগে কখনও এত কাজ হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ পর্যন্ত ২৫,০০০ কোটি ঋণ দেওয়া হয়েছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। আর গত ১০ বছরে ওই একই ক্ষেত্রে দেওয়া হয়েছে ৯ লক্ষ কোটি ঋণ।

উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। তদন্ত করছে সিবিআই।