PM Narendra Modi: আম্বেদকরের স্বপ্নকে পূরণ করতে নিরন্তর প্রয়াস চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আম্বেদকরের লড়াই অনস্বীকার্য। সেই বিষয়টি অনুধাবন করে মোদী সরকার এমন কিছু প্রকল্প এনেছে যার সুবিধা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছয়। জনধন বা মুদ্রা যোজনা এ সব লক্ষ্যেই করা। সমাজের প্রান্তিক মানুষের কাছে আধুনিক যুগের সুবিধা পৌঁছে দিয়ে তাঁদের উন্নয়নের আলোকে নিয়ে আসতেই মোদীর এই উদ্যোগ।
নয়াদিল্লি: দেশের জন্য যাঁরা উল্লেখযোগ্য কাজ করেছেন, এ রকম ব্যক্তিত্বদের থেকে সবসময় প্রেরণা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ভাবেই বিআর আম্বেদকরের স্বপ্ন পূরণ করার আপ্রাণ চেষ্টা করছেন মোদী। সেই লক্ষ্যে একাধিক কাজ করে যান তিনি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর নয়, স্বয়ংসেবক হিসাবে কাজ করার সময় থেকেই আম্বেদকরের স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু করেছেন মোদী। তখন থেকেই তিনি সমাজে সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।
সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আম্বেদকরের লড়াই অনস্বীকার্য। সেই বিষয়টি অনুধাবন করে মোদী সরকার এমন কিছু প্রকল্প এনেছে যার সুবিধা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছয়। জনধন বা মুদ্রা যোজনা এ সব লক্ষ্যেই করা। সমাজের প্রান্তিক মানুষের কাছে আধুনিক যুগের সুবিধা পৌঁছে দিয়ে তাঁদের উন্নয়নের আলোকে নিয়ে আসতেই মোদীর এই উদ্যোগ।
বাবাসাহেব আম্বেদকরের শিল্পস্থাপন বিষয়ক দূরদর্শিতাও অনুপ্রাণিত করেছে প্রধানমন্ত্রী মোদীকে। মন কি বাতের ৪২ তম এপিসোডে এই কথার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই মেক ইন ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেন মোদী। এই লক্ষ্যে আম্বেদকরেরও লক্ষ্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। শুধু শিল্পায়ন বা সামাজিক সুযোগ সুবিধা নয়। প্রান্তিক মানুষদের দৈনন্দিক পরিষেবা দিতেও তৎপর মোদীর নেতৃত্বাধীন সরকার। মোদীর স্বপ্ন- দেশের কোনও প্রান্তে এমন বাড়ি থাকবে না যেখানে সন্ধ্যায় আলো জ্বলবে না। মূলত প্রান্তিক এবং গরিবদের ঘরেই বৈদ্যুতিক সংযোগের সমস্যা থাকে। সেই লক্ষ্যে সৌভাগ্য প্রকল্পও এনেছে মোদী সরকার। এই প্রকল্পের অধীনে প্রান্তিক মানুষের ঘরেও পৌঁছেছে আলোর রোশনি।
আম্বেদকরের আদর্শ বিজেপির অন্দরেও তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন সময় পালন করেছেন নরেন্দ্র মোদী। ১৯৮৭ সালে গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক থাকার সময় গুজরাটের বিভিন্ন জায়গায় একাধিক আম্বেদকরের মূর্তি স্থাপন করিয়েছিলেন মোদী। ভারতীয় সংবিধানের ৬০ বছরের পূর্তি উপলক্ষ্যে সংবিধান যাত্রারও আয়োজন করেছিলেন মোদী। এই যাত্রার উদ্দেশ্য আম্বেদকরকে শ্রদ্ধা জানানো। বিজেপির নেতা হন বা গুজরাটের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী। আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আম্বেদকরের চিন্তাকে সমাজে প্রতিষ্ঠা করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী।