তৃতীয় দফার টিকাকরণ শুরুর আগেই মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন নমো

মূলত দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের উপায় ও টিকাকরণ কর্মসূচিকে আরও সহজতর ও দ্রুত করার লক্ষ্যেই এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তৃতীয় দফার টিকাকরণ শুরুর আগেই মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন নমো
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 9:43 AM

নয়া দিল্লি: দেশে ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের গণ্ডি পার করেছে। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১১টা নাগাদ তিনি ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

গত বৈঠকেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ১ মে থেকে দেশে ১৮ উর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। একইসঙ্গে রাজ্যগুলিকেও সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে টিকা কেনার ছাড়পত্র দিয়েছিলেন তিনি। তৃতীয় ধাপের গণটিকাকরণ শুরু হতে বাকি মাত্র দুই দিন। তার আগেই ক্যাবিনেট বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, এই বৈঠকে ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত থাকবেন। মূলত দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের উপায় ও টিকাকরণ কর্মসূচিকে আরও সহজতর ও দ্রুত করার লক্ষ্যেই এই বৈঠক করবেন তিনি।

এর আগে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। প্রতি ধাপে টিকাকরণ শুরুর আগেও তিনি সকল আধিকারিক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। বিগত এক সপ্তাহ ধরে দৈনিক সাড়ে তিন লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তিন হাজার পার করেছে দৈনিক মৃতের সংখ্যা। দিল্লি সহ  একাধিক রাজ্যে ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কটও দেখা দিয়েছে। যারফলে প্রতিনিয়তই রোগী মৃত্য়ু হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পিএম কেয়াপরস ফান্ডের টাকায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি ও  অকিসিজেন এক্সপ্রেস চালুর ঘোষণা করেছেন। বর্তমানে রেলপথে বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে বরাদ্দ অক্সিজেন।

আরও পড়ুন: ২৫ হাজারে বিক্রি নকল রেমডিসিভির! দিল্লি পুলিশের হাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫