Corona Cases and Lockdown News: আশা দেখাচ্ছে সুস্থতার হার, দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২, একদিনেই মৃত ৩৪৯৮

| Edited By: | Updated on: Apr 30, 2021 | 10:23 PM

একদিনে আক্রান্তের সংখ্যা চার লাখ ছুঁইছুঁই হলেও, বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন।

Corona Cases and Lockdown News: আশা দেখাচ্ছে সুস্থতার হার, দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২, একদিনেই মৃত ৩৪৯৮
ছবি-পিটিআই

দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে ফের রেকর্ড দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬-এ। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮। দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৩৩০। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এই নিয়ে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা  হল ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Apr 2021 09:21 PM (IST)

    বাংলায় দৈনিক সংক্রমণ ১৭ হাজার পার

    করোনা (COVID-19) সংক্রমণে রাজ্যে দৈনিক মৃত্যু ১০০ ছুঁই ছুঁই। শুক্রবার নবান্নের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৬ জনের। একদিনে আক্রান্ত ১৭ হাজার ৪১১ জন। দৈনিক মৃত্যু ও দৈনিক আক্রান্তের নিরিখে এখনও অবধি এটাই রেকর্ড।

    বিস্তারিত পড়ুন: রাজ্যে একদিনে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই! দৈনিক সংক্রমণ ১৭ হাজার পার

  • 30 Apr 2021 04:03 PM (IST)

    করোনায় প্রয়াত সাংবাদিক রোহিত সারদানা

    অপরাজেয় মনোভাব ও দুর্দান্ত বলার ভঙ্গির জন্য পরিচিত ছিলেন টেলিভিশন জগতের পরিচিত সাংবাদিক রোহিত সারদানা। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণের সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিশিষ্ট সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন।

  • 30 Apr 2021 03:47 PM (IST)

    কোন কেন্দ্রে পাবেন করোনা টিকা?

  • 30 Apr 2021 03:46 PM (IST)

    জেনে নিন নিজের টিকাকরণ কেন্দ্র

  • 30 Apr 2021 03:45 PM (IST)

    ওয়ার্ড ভিত্তিক টিকাকরণ কেন্দ্র

  • 30 Apr 2021 03:43 PM (IST)

    কলকাতার কোন ওয়ার্ডে কোথায় পাবেন করোনা টিকা?

  • 30 Apr 2021 01:26 PM (IST)

    অক্সিজেন জেনারেটর ও ভেন্টিলেটর পাঠাচ্ছে জাপান

    করোনা যুদ্ধে ভারতকে সাহায্য করতে একে একে একে এগিয়ে আসছে সমস্ত দেশ। ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি ভারতের পাশে দাঁড়িয়ে  সাহায্যের আশ্বাস দিলেন। এদিন তিনি জানান, দেশের অক্সিজেনের ঘাটতি মেটাতে ভারতে ৩০০টি অক্সিজেন জেনেরেটর ও ৩০০টি ভেন্টিলেটর সহ নানা চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করা হবে।

  • 30 Apr 2021 10:49 AM (IST)

    করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

    দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১১টা নাগাদ তিনি ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন: তৃতীয় দফার টিকাকরণ শুরুর আগেই মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন নমো

  • 30 Apr 2021 10:45 AM (IST)

    নকল রেমডিসিভির বিক্রি করায় উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫

    সূত্র মারফত খবর পেয়েই উত্তরাখণ্ডে হানা দিয়ে নকল রেমডিসিভির তৈরি ও বিক্রির চক্র সামনে আনল দিল্লি পুলিশ। নকল ওষুধ বানানো ও বিক্রির ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের কোদ্বার এলাকায় তল্লাশি চালায় দিল্লি পুলিশ। সেখানে একটি কারখানা থেকে ১৯৬টি নকল রেমডিসিভির ইঞ্জেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি প্যাকিং মেশিন, রেমডিসিভিরের খালি প্যাকেটও উদ্ধার করা হয়।

    বিস্তারিত পড়ুন: ২৫ হাজারে বিক্রি নকল রেমডিসিভির! দিল্লি পুলিশের হাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫

  • 30 Apr 2021 10:42 AM (IST)

    সংযুক্ত আরব আমিরশাহি থেকে এল ১৫৭টি ভেন্টিলেটর সহ নানা প্রয়োজনীয় সামগ্রী

    করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়াল সংযুক্ত আরব আমিরশাহিও। বিশেষ কার্গো বিমানে দিল্লিতে এসে পৌঁছয় ১৫৭টি ভেন্টিলেটর, ৪৮০টি বাইপ্যাপ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী।

  • 30 Apr 2021 10:39 AM (IST)

    রাজস্থানে করোনা মোকাবিলায় অমিত শাহের কাছে সাহায্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর

    রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গেই প্রকট হয়ে উঠছে অক্সিজেন ঘাটতিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই ফোন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজ্যের করোনা পরিস্থিতি ও অক্সিজেনের ঘাটতি নিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় শীর্ষ আধিকারিকদের ফোন করেন তিনি। এই তালিকায় ছিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিকে মিশ্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সকলকেই ফোন করে রাজ্যে অক্সিজেনের প্রযোজনীয়তা সম্পর্কে জানান মুখ্যমন্ত্রী গেহলট।

    বিস্তারিত পড়ুন: বেড়েই চলেছে অক্সিজেন-ওষুধের ঘাটতি, সাহায্য চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন গেহলটের

  • 30 Apr 2021 10:37 AM (IST)

    রেমডিসিভিরের কালোবাজারি করতে গিয়ে ধৃত ২

    রেমডিসিভিরের একটি শিশি বিক্রি হচ্ছে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকায়। কালোবাজারির খবর পেতেই দিল্লি পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ১০টি ভাইল। জানা গিয়েছে, ধৃত দুই যুবকের মধ্যে একজন হাসপাতালের সাফাইকর্মী ও অপরজন ওষুধ সাপ্লাইয়ারের অধীনে কাজ করতেন।

  • 30 Apr 2021 10:33 AM (IST)

    মুম্বইতে বন্ধ টিকাকরণ

    পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় তিনদিনের জন্য টিকাকরণ বন্ধ রাখা হল মুম্বইতে। বৃহ্নমুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার অবধি জেলায় টিকাকরণ বন্ধ থাকবে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পেলে তবেই ফের টিকাকরণ শুরু হবে।

    বিস্তারিত পড়ুন: ভাঁড়ার শূন্য, ৩ দিন করোনা টিকা পাবেন না মুম্বইবাসী

  • 30 Apr 2021 10:30 AM (IST)

    মহারাষ্ট্রে কোভিভ নিষেধাজ্ঞার বাড়ল মেয়াদ

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মহারাষ্ট্র জুড়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১ মে। তবে সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ দেখে সেই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ মে অবধি বাড়ানো হল।

  • 30 Apr 2021 10:21 AM (IST)

    দিল্লিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯৫ জনের

    ভয়ঙ্কর করেনা পরিস্থিতি রাজধানীতে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৩৫।

    বিস্তারিত পড়ুন: মৃত্যুপুরীতে রূপান্তরিত রাজধানী! ২৪ ঘণ্টায় করোনার করাল গ্রাসে মৃত্যু ৩৯৫ জনের

  • 30 Apr 2021 10:18 AM (IST)

    মার্কিন মুলুক থেকে এল সাহায্য

    করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এ দিন সকালে আমেরিকা থেকে প্রথম এমার্জেন্সি কোভিড রিলিফ ভারতে এসে পৌঁছয়।

Published On - Apr 30,2021 9:21 PM

Follow Us: