Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাঁড়ার শূন্য, ৩ দিন করোনা টিকা পাবেন না মুম্বইবাসী

বৃহ্নমুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার অবধি জেলায় টিকাকরণ বন্ধ থাকবে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পেলে তবেই ফের টিকাকরণ শুরু হবে।

ভাঁড়ার শূন্য, ৩ দিন করোনা টিকা পাবেন না মুম্বইবাসী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 7:00 AM

মুম্বই: পর্যাপ্ত করোনা টিকা না থাকায় ১৮ উর্ধ্বদের টিরাকরণ ১ মে থেকে সম্ভব নয়, তা আগেই জানিয়েছিল বৃহ্নমুম্বই পুরসভা। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে তিনদিনের জন্য শহরে টিকাকরণও বন্ধ করে দিল পুরসভা। কারণ একটাই, সকলকে দেওয়ার মতো পর্যাপ্ত টিকা নেই।

এ দিন বৃহ্নমুম্বই পৌরসভার তরফে একটি নোটিস জারি করে বলা হয়, “আগামী ৩০ এপ্রিল, শুক্রবার থেকে ২ মে, রবিবার অবধি মুম্বইয়ে টিকাকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মজুত টিকার ঘাটতি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই, টিকা এলেই সাধারণ মানুষকে অবগত করা হবে।”

গতকালই বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বীনী বিড়ে বয়স্ক ব্যক্তি ও ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের চিন্তিত হতে বারণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যেহেতু এই সময় টিকা ঘাটতি দেখা গিয়েছে, তাই টিকা কেন্দ্রগুলির বাইরে লম্বা লাইনে দাড়িয়ে লাভ নেই. আপাতত আপনারা বাড়িতেই থাকুন। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পেলেই ফের ৪৫ উর্ধ্বদের টিকাকরণ শুরু হবে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণের সংখ্যাও হ্রাস পেয়েছে। মঙ্গলবার যেখানে রাজ্যে ৩ লাখ ৮৮ হাজার ২৪৭ ডোজ় টিকা প্রয়োগ করা হয়েছিল, সেখানে বুধবার তা কমে দাঁড়ায় ২ লাখ ৩৭ হাজার ৭০০-এ। এখনও অবধি রাজ্যে মোট ১ কোটি ৫৫ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: মৃত্যুপুরীতে রূপান্তরিত রাজধানী! ২৪ ঘণ্টায় করোনার করাল গ্রাসে মৃত্যু ৩৯৫ জনের