Heeraben Modi Passes Away Live: গান্ধীনগরে শেষকৃত্য হীরাবেন মোদীর, মায়ের মুখাগ্নি করলেন প্রধানমন্ত্রী

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 3:09 PM

PM Modi Mother Funeral Live Updates: মৃত্যুকালে হীরাবেন মোদীর বয়স হয়েছিল ১০০ বছর।

Heeraben Modi Passes Away Live: গান্ধীনগরে শেষকৃত্য হীরাবেন মোদীর, মায়ের মুখাগ্নি করলেন প্রধানমন্ত্রী
মায়ের শেষকৃত্যে মোদী

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। খবর পেয়ে আমেদাবাদ রওনা হন প্রধানমন্ত্রী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Dec 2022 09:53 AM (IST)

    গান্ধীনগরে শেষকৃত্য সম্পন্ন হীরাবেন মোদীর

    গান্ধীনগরেই শেষকৃত্য সম্পন্ন হল প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর। মায়ের মুখাগ্নি করলেন মোদী।

    তবে কোনও কার্যক্রম যাতে স্থগিত না করে দেওয়া হয়, সেই আবেদন জানানো হয়েছে মোদী পরিবারের তরফে। পরিবারের আর্জি, সব কর্মসূচি যদি সঠিক সময়ে সম্পন্ন হয়, তাহলেই আসল শ্রদ্ধা জানানো হবে হীরাবেনকে।

  • 30 Dec 2022 09:21 AM (IST)

    পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শববাহী গাড়িতে মা-কে নিয়ে গেলেন মোদী

    শেষযাত্রায় হীরাবেন মোদী। শববাহী গাড়িতে দেহের পাশেই বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 30 Dec 2022 08:24 AM (IST)

    আমেদাবাদে পৌঁছলেন মোদী, গান্ধীনগরের বাড়িতে ভিড় বাড়ছে

    সকাল ৮ টা নাগাদ আমেদাবাদ বিমানবন্দরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    অন্যদিকে গান্ধীনগরে মোদীর বাড়িতে একে উপস্থিত হচ্ছেন অনেকেই। মোদীর ভাই সোমাভাই মোদী সহ সব আত্মীয়রা সেখানে রয়েছেন। হীরাবেনের দেহ ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।

  • 30 Dec 2022 07:41 AM (IST)

    মোদীর মায়ের মৃত্যুতে শোকবার্তা মন্ত্রীদের

    গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সহ অনেকেই হীরাবেন মোদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

  • 30 Dec 2022 07:39 AM (IST)

    কলকাতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন মোদী

    হীরাবেনের মৃত্যুর কারণে কলকাতা সফর বাতিল হল মোদী। তবে সব কর্মসূচি সম্পন্ন হবে সময় অনুযায়ীই। সূত্রের খবর, আমেদাবাদ থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সে সব কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী। এদিন বন্দে ভারত ও জোকা মেট্রো উদ্বোধন করার পাশাপাশি, গঙ্গা কাউন্সিলের বৈঠকেও যোগ দেওয়ার কথা ছিল মোদীর।

Published On - Dec 30,2022 7:08 AM

Follow Us: