৫ কেজি ‘আলু’ ৫ লাখ টাকা! তাও আবার ‘বিক্রি’ করছে পুলিশ…
Police: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিয়ো ক্লিপে শোনা যায়, এক কৃষক বলছেন, তার পক্ষে ৫ কেজি আলু দেওয়া সম্ভব নয়। খুব বেশি হলে ২ কেজি আলু দিতে পারবেন। শেষ পর্যন্ত ৩ কেজি আলু-তে রফা হয়।
লখনউ: ঘুষ চেয়েছিলেন ‘আলু’। ৫ কেজি আলু চেয়েছিলেন কৃষকের কাছ থেকে। কিন্তু এত আলু দিতে অপারগ কৃষক। বলেছিলেন, টেনেটুনে ২ কেজি আলু দিতে পারবেন। ফোনেই চলছিল দরাদরি। কিন্তু অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই চরম শাস্তির মুখে পুলিশের সাব-ইন্সপেক্টর। চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হল তাঁকে। কিন্তু গল্পের টুইস্ট অন্য জায়গায়। কেন এই ‘আলু’ চাইতেন পুলিশ ইন্সপেক্টর, জানেন?
তদন্তে জানা গিয়েছে, ‘আলু’ আসলে কোড ওয়ার্ড। ঘুষ চাইতে গিয়ে যাতে ধরা না পড়েন, তার জন্যই কোড ওয়ার্ডে ‘আলু’ চাইতেন ওই পুলিশ কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই অডিয়ো ক্লিপ। এরপরই ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাঁকে।
UP Not for beginners In Kannauj, a cop asked for ‘5 Kg Aloo’ as a bribe. The other person expressed inability to give & said he could afford only 2 Kgs. The Deal was settled at 3 Kgs. The Cop has been suspended, ACP Kannauj says that Aloo was being used as a Code word. pic.twitter.com/ZBkZFd40O9
— Tanishq Punjabi (@tanishqq9) August 10, 2024
জানা গিয়েছে, ঘটনাটি উত্তর প্রদেশের কনৌজের। রাম কৃপাল সিং নামক ওই সাব ইন্সপেক্টর এক কৃষকের কাছ থেকে ৫ কেজি আলু চেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিয়ো ক্লিপে শোনা যায়, এক কৃষক বলছেন, তার পক্ষে ৫ কেজি আলু দেওয়া সম্ভব নয়। খুব বেশি হলে ২ কেজি আলু দিতে পারবেন। শেষ পর্যন্ত ৩ কেজি আলু-তে রফা হয়।
उक्त प्रकरण में उ0नि0 रामकृपाल को प्रथमदृष्ट्या दोषी पाए जाने पर पुलिस अधीक्षक कन्नौज द्वारा दिनांक 07.08.2024 को तत्काल प्रभाव से निलम्बित किया गया है। विभागीय कार्यवाही प्रचलित की गई है। प्रभाव से निलम्बित किया गया है। विभागीय कार्यवाही प्रचलित की गई है।
— kannauj police (@kannaujpolice) August 10, 2024
অডিয়ো ক্লিপটি ভাইরাল হতেই কনৌজের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত কুমার আনন্দ ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেন। তদন্তে জানা গিয়েছে, আদতে আলু নয়, আলুর নামে ঘুষ চাইতেন ওই পুলিশকর্মী। আলু শব্দটি কোড ওয়ার্ড হিসাবেই ব্যবহার করা হয়। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)