PM Narendra Modi: মোছালেন দুর্গতদের চোখের জল, বিপর্যস্ত ওয়েনাড ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী, কী অবস্থা সেখানে, দেখুন

PM Modi in Wayanad: এনডিআরএফের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ৫২০ জনকে নিরাপদ জায়গায় উদ্ধার করে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে ১১২টি দেহ উদ্ধার হয়েছে।  

| Updated on: Aug 10, 2024 | 5:21 PM
বিপর্যস্ত ওয়েনাড। ভয়াবহ ভূমিধসে ধুয়েমুছে গিয়েছে গ্রামের পর গ্রাম। বিপর্যস্ত সেই ওয়েনাড পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিপর্যস্ত ওয়েনাড। ভয়াবহ ভূমিধসে ধুয়েমুছে গিয়েছে গ্রামের পর গ্রাম। বিপর্যস্ত সেই ওয়েনাড পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 11
আজ, শনিবার তিনি পায়ে হেঁটে ও আকাশপথে ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।  

আজ, শনিবার তিনি পায়ে হেঁটে ও আকাশপথে ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।  

2 / 11
ধসে বিপর্যস্ত এলাকা পায়ে হেঁটে দেখেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে।

ধসে বিপর্যস্ত এলাকা পায়ে হেঁটে দেখেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে।

3 / 11
গত ৩০ জুলাইয়ের রাতে ভয়াবহ ধস নামে ওয়েনাডে। মুন্দাক্কি, চুরালমালা, ভেল্লারিমালা গ্রাম সম্পূর্ণ ধুয়ে মুছে যায়। এই ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০-রও বেশি মানুষের। আহত শতাধিক। এখনও প্রায় ২০০-রও বেশি বাসিন্দার খোঁজ মেলেনি। 

গত ৩০ জুলাইয়ের রাতে ভয়াবহ ধস নামে ওয়েনাডে। মুন্দাক্কি, চুরালমালা, ভেল্লারিমালা গ্রাম সম্পূর্ণ ধুয়ে মুছে যায়। এই ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০-রও বেশি মানুষের। আহত শতাধিক। এখনও প্রায় ২০০-রও বেশি বাসিন্দার খোঁজ মেলেনি। 

4 / 11
প্রায় ১২০০-রও বেশি এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সিভিল ডিফেন্সের কর্মীরা মিলে দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন।  

প্রায় ১২০০-রও বেশি এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সিভিল ডিফেন্সের কর্মীরা মিলে দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন।  

5 / 11
বিপর্যয়স্থলে উপস্থিত রয়েছে ১০০-রও বেশি অ্যাম্বুল্যান্স। চিকিৎসক ও মেডিক্যাল স্টাফরাও সর্বক্ষণ উপস্থিত রয়েছেন চিকিৎসা ও সাহায্যের জন্য।  

বিপর্যয়স্থলে উপস্থিত রয়েছে ১০০-রও বেশি অ্যাম্বুল্যান্স। চিকিৎসক ও মেডিক্যাল স্টাফরাও সর্বক্ষণ উপস্থিত রয়েছেন চিকিৎসা ও সাহায্যের জন্য।  

6 / 11
ধ্বংসস্তূপে পরিণত ওয়েনাডে দ্রুত উদ্ধারকাজের জন্য ভারতীয় সেনাবাহিনী মাত্র ৭১ ঘণ্টার মধ্যে ১৯০ ফুটের বেইলি ব্রিজ তৈরি করেছে। এই ব্রিজ তৈরি হওয়ায় বিপর্যয়স্থলে সহজেই ভারী যন্ত্রপাতি ও মেশিন পৌঁছে যেতে পারছে। 

ধ্বংসস্তূপে পরিণত ওয়েনাডে দ্রুত উদ্ধারকাজের জন্য ভারতীয় সেনাবাহিনী মাত্র ৭১ ঘণ্টার মধ্যে ১৯০ ফুটের বেইলি ব্রিজ তৈরি করেছে। এই ব্রিজ তৈরি হওয়ায় বিপর্যয়স্থলে সহজেই ভারী যন্ত্রপাতি ও মেশিন পৌঁছে যেতে পারছে। 

7 / 11
এনডিআরএফের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ৫২০ জনকে নিরাপদ জায়গায় উদ্ধার করে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে ১১২টি দেহ উদ্ধার হয়েছে।  

এনডিআরএফের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। ৫২০ জনকে নিরাপদ জায়গায় উদ্ধার করে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে ১১২টি দেহ উদ্ধার হয়েছে।  

8 / 11
কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইন্টার-মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম তৈরি করা হয়েছে। গত ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল তারা এলাকা পরিদর্শন করে দেখেন।  

কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইন্টার-মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম তৈরি করা হয়েছে। গত ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিল তারা এলাকা পরিদর্শন করে দেখেন।  

9 / 11
চলতি বছরে কেন্দ্রীয় সরকার কেরলের এসডিআরএফ-কে ৩৯৫ কোটি টাকা দিয়েছে। ৩১ জুলাই-ই এসডিআরএফ-কে প্রথম কিস্তিতে ১৪৫.৬০ কোটি টাকা দেওয়া হয়। 

চলতি বছরে কেন্দ্রীয় সরকার কেরলের এসডিআরএফ-কে ৩৯৫ কোটি টাকা দিয়েছে। ৩১ জুলাই-ই এসডিআরএফ-কে প্রথম কিস্তিতে ১৪৫.৬০ কোটি টাকা দেওয়া হয়। 

10 / 11
বিগত ৫ বছরে মোদী সরকারের তরফে মোট ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। 

বিগত ৫ বছরে মোদী সরকারের তরফে মোট ১২০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। 

11 / 11
Follow Us: