Share Market News: সোমে ভাঙল শেয়ার বাজারের ‘শিরদাঁড়া’, সোজা হয়ে দাঁড়াল না বুধেও

Indian Stock Market: গত ত্রৈমাসিকের তুলনায় শপারস্টপের রেভেনিউ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। গত ত্রৈমাসিকে তাদের লাভ হয়নি। প্রায় ২০ কোটি ৫৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল। সেই তুলনায় এই ত্রৈমাসিকে তাদের ৫২ কোটি ২৩ লক্ষ টাকা প্রফিট হয়েছে।

Share Market News: সোমে ভাঙল শেয়ার বাজারের 'শিরদাঁড়া', সোজা হয়ে দাঁড়াল না বুধেও
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 7:02 PM

গতকালের পর আজও উঠল বাজার। আজ গত ১ বছরের সর্বোচ্চ দর ছুঁয়েছে নিউজেন সফটওয়্যার টেকনোলজিস। অন্যদিকে, গত ১ বছরের সর্ব নিম্ন দর ছুঁয়েছে একাধিক বড়বড় কোম্পানি। যার মধ্যে ভিআইপি ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেন্টস, নেটওয়ার্ক ১৮ উল্লেখযোগ্য। গত ত্রৈমাসিকের তুলনায় শপারস্টপের রেভেনিউ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। গত ত্রৈমাসিকে তাদের লাভ হয়নি। প্রায় ২০ কোটি ৫৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল। সেই তুলনায় এই ত্রৈমাসিকে তাদের ৫২ কোটি ২৩ লক্ষ টাকা প্রফিট হয়েছে।

আজ বাড়ল যারা

স্প্লিট হওয়ার পর শেয়ারের দাম আজ প্রায় ৮০ শতাংশ বেড়েছে ক্যালিফোর্নিয়া সফটওয়্যারের। ২০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজিসের। প্রায় ২০ শতাংশ দাম বেড়েছে মমতা মেশিনারির। এ ছাড়াও টেক সলিউশন ও কৃষ্ণা ফসকেমের দামও বেড়েছে আজ।

আজ পড়ল যারা

আজ বাজার যখন উঠছে তখনও বেশ কিছু কোম্পানির পতন অব্যাহত। আজ সবচেয়ে বেশি ১১.৫৪ শতাংশ পড়েছে সিকো ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। দাম পড়েছে কল্যাণ জুয়েলার্স ও নেটওয়ার্ক ১৮-এর।

বাজারের টুকরো খবর:

* ক্যালিফোর্নিয়া সফটওয়্যারের শেয়ার ৩:1 অনুপাতে স্প্লিট হল আজ। * আগামিকাল শেয়ারপ্রতি ৪টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেবে সিইএসসি (CESC)। * ওরিয়েন্টাল হোটেলস, সিয়েট (CEAT), নেলকোর (NELCO) মতো কোম্পানির কোয়াটারলি ফলাফল প্রকাশ হয়েছে আজ। * আগামি ১৭ জানুয়ারি ডিভিডিন্ড দেবে এইচসিএল টেকনোলজিস (HCL Technologies) ও টিসিএস (TCS)।

উপরের সমস্ত তথ্য ১৫ জানুয়ারি বাজার বন্ধের সময় অনুযায়ী।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।