Rozgar Mela: আগামিকালই ৭১ হাজার যুবক-যুবতীকে চাকরির নিয়োগপত্র দেবেন মোদী

Rozgar Mela: আগামিকালই ৭১ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দেবেন মোদী। সেখানে সকাল সাড়ে ১০ টা নাগাদ নয়া যোগদানকারীদের উদ্দেশে বক্তব্যও রাখবেন তিনি।

Rozgar Mela: আগামিকালই ৭১ হাজার যুবক-যুবতীকে চাকরির নিয়োগপত্র দেবেন মোদী
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 5:05 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে ‘রোজ়গার মেলার’ (Rozgar Mela) সূচনা করা হয়েছিল। এই মেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ও প্রতিষ্ঠানে দেশের যুবক-যুবতীদের চাকরি দেওয়া হয়েছিল। এবার সরকারি দফতরে নতুন যোগদানকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পিআইবি-র তথ্য অনুযায়ী, আগামিকাল সকাল সাড়ে ১০ টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মোদী। এছাড়াও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

প্রসঙ্গত, দীপাবলিতে মোদী নিজে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রোজগার মেলার সূচনার করেছিলেন। এই রোজ়গার মেলা থেকেই দেশের বিভিন্ন রাজ্যের যুবদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাকরির শংসাপত্র। কেন্দ্রীয় সরকারের তরফে কর্মযোগী প্ররাম্ভ মডিউলের উদ্বোধন করা হয়েছিল আগেই। রোজ়গার মেলার মাধ্যমে যেসব প্রার্থী চাকরি পেয়েছেন তাঁদের এই মডিউলের মাধ্যমে অনলাইনে ওরিয়েন্টশন দেওয়ার কথা।

প্রথমে এই রোজগার মেলার অধীনে ৭৫ হাজার যুব সম্প্রদায়কে চাকরিতে নিয়োগের শংসাপত্র দেওয়া হয়েছিল। তারপর সরকারের তরফে আরও ৭১ হাজার জনকে চাকরির শংসাপত্র দেওয়া হয়। এবার সেই ৭১ হাজারের হাতেই নিয়োগপত্র তুলে দেবেন মোদী। এই নয়া যুবক-যুবতীরা বিভিন্ন সরকারি দফতরের ভিন্ন ভিন্ন পদে যোগ দেবেন। যেমন, জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকিনিশিয়ান, ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, শিক্ষক-শিক্ষিকা, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা আধিকারিক, পিএ, এমটিএস সহ অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে তাঁধের। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, দেশে কর্মসংস্থান তৈরি ও যুব সমাজকে জাতির উন্নয়নে অংশগ্রহণ সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করছে এই রোজগার মেলা।