Priyanka Gandhi Vadra Hospitalized: হাসপাতালে ভর্তি প্রিয়ঙ্কা গান্ধী বঢরা

Priyanka Gandhi Vadra: শুক্রবার সন্ধ্যায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে উত্তর প্রদেশের চান্ডাউলিতে করছে। সেখানেই এই যাত্রা-য় যোগদান করার কথা ছিল প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। কিন্তু, অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না। এর জন্য টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন রাহুল-সহোদরা।

Priyanka Gandhi Vadra Hospitalized: হাসপাতালে ভর্তি প্রিয়ঙ্কা গান্ধী বঢরা
প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 7:47 PM

নয়া দিল্লি: অসুস্থ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। শুক্রবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয়ঙ্কা গান্ধী বঢরা নিজেই টুইট করে একথা জানিয়েছেন। অসুস্থতার কারণে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দিতে পারছেন না তিনি। তবে হাসপাতাল থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রা-র যাত্রীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

শুক্রবার সন্ধ্যায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে উত্তর প্রদেশের চান্ডাউলিতে করছে। সেখানেই এই যাত্রা-য় যোগদান করার কথা ছিল প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। কিন্তু, অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না। এর জন্য টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন রাহুল-সহোদরা। তবে যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে উঠে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা-য় যোগ দেবেন বলেও জানিয়েছেন।

টুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, “উত্তর প্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু, অসুস্থতার জন্য আজই আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি যাত্রা-য় যোগ দেব। ততক্ষণ পর্যন্ত চান্ডাউলি থেকে বেনারস পর্যন্ত সমস্ত যাত্রী, আমার সহকর্মী এবং উত্তর প্রদেশে যাঁরা এই যাত্রার আয়োজন করেছেন, সেই প্রিয় ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি।”

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা রায়বরেলি থেকে প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা-য় প্রিয়ঙ্কা গান্ধীর যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুলের এই ন্যায় যাত্রা ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের উপর দিয়ে যাবে। তারপর দু-দিন বিশ্রাম নিয়ে আবার ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি যাত্রা করবে। হিন্দু বলয়ের প্রধান কেন্দ্র, সবচেয়ে বড় এই রাজ্যে রাহুলের ন্যায় যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার।