AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহাকাশে ঘুরে ফিরবে পৃথিবীতে! রামায়ণের স্মৃতি ফেরাচ্ছে ISRO-র ‘পুষ্পক’

Pushpak Viman: ISRO-এর সাম্প্রতিক কর্মকাণ্ডে ফিরছে তাজা হচ্ছে রামায়ণের স্মৃতি। রামায়ণের গল্প যাঁরা শুনেছেন, তাঁদের নিশ্চয় মনে রয়েছে পুষ্পক রথের কথা। আকাশপথে চলত সেই যান। ধনসম্পদের দেবতা কুবের সেই যানের অধিপতি ছিলেন। যদিও কুবেরের থেকে নিয়ে রাবণও তা ব্যবহার করেছিলেন বলে জানা যায়। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করেছে এ রকমই ‘স্বদেশী স্পেস শাটল’।

মহাকাশে ঘুরে ফিরবে পৃথিবীতে! রামায়ণের স্মৃতি ফেরাচ্ছে ISRO-র ‘পুষ্পক’
রামায়ণের পুষ্পক
| Updated on: Mar 23, 2024 | 7:51 PM
Share

বেঙ্গালুরু: ইন্ডিয়ান স্পের রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-এর সাম্প্রতিক কর্মকাণ্ডে ফিরছে তাজা হচ্ছে রামায়ণের স্মৃতি। রামায়ণের গল্প যাঁরা শুনেছেন, তাঁদের নিশ্চয় মনে রয়েছে পুষ্পক রথের কথা। আকাশপথে চলত সেই যান। ধনসম্পদের দেবতা কুবের সেই যানের অধিপতি ছিলেন। যদিও কুবেরের থেকে নিয়ে রাবণও তা ব্যবহার করেছিলেন বলে জানা যায়। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করেছে এ রকমই ‘স্বদেশী স্পেস শাটল’। রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল (RLV)-এর নাম দেওয়া হয়েছে ‘পুষ্পক’ (Pushpak)। উৎক্ষেপণের পর মহাকাশে নির্দিষ্ট কাজ সেরে পৃথিবীতে ফিরে আসার ক্ষমতা রয়েছে এই যানের। ইসরোর গবেষণার এই ‘ফসল’ মহাকাশ যাত্রায় নতুন দিগন্ত তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

শুক্রবারই কর্নাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (ATR) পরীক্ষা করা হয়েছে। ইসরোর তৈরি পুষ্পক আকারে এসইউভি-র মতো। ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে তা উৎক্ষেপণ করা হয়। ভূপৃষ্ঠ থেকে সাড়ে চার কিলোমিটার উঁচু থেকে তা ছেড়ে দেওয়া হয়। এবং ওই উচ্চতা থেকে সফল ভাবে তা অবতরণ করেছে। চালকবিহীন এই যানের সফল অবতরণে উচ্ছ্বসিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সফল অবতরণের ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে ইসরোর তরফে।

এই ধরনের মহাকাশযানকে মহাকাশে পাঠিয়ে তা ফিরিয়ে আনা যাবে। এবং তা ফের ব্যবহার করা যাবে। এর জেরে মহাকাশযানের খরচও অনেক কমবে। একমাত্র আমেরিকার হাতেই এই ধরনের মহাকাশযান আছে। অনেক দেশই তা তৈরির চেষ্টা করছে। কিন্তু তার আগেই এ বিষয়ে সাফল্য পেল ভারত।