‘বিল পাশ করিয়েই ছাড়ব…’, আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা রাহুল

Rahul Gandhi: মূলত বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন রাহুল গান্ধী। বাজেট পেশ হওয়ার পর সোমবার ছিল সংসদে রাহুলের বক্তব্যের দিন। তিনি বলেন, "আমরা ভেবেছিলাম বাজেট এই চক্রব্যুহকে দুর্বল করে দেবে। কৃষক, শ্রমিকদের সাহায্য করবে ভেবেছিলাম। কিন্তু দেখলাম বড় ব্যবসায়ীরাই লাভবান হয়েছে।"

'বিল পাশ করিয়েই ছাড়ব...', আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা রাহুল
সংসদে রাহুল গান্ধী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2024 | 5:46 PM

নয়া দিল্লি: বাজেট নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয় সরকার দেশের মানুষের জন্য চক্রব্যুহ তৈরি করেছে, আর ইন্ডিয়া জোট সেই চক্রব্যুহ ভাঙতে চাইছে। সেই চক্রব্যুহ যে একদিন ভাঙা হবে, সেই বার্তা স্পষ্ট করে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি কৃষকদের এমএসপি বা ন্যুনতম সহায়ক মূল্যের বিল পাশ করাবেন তাঁরা। এছাড়া জাতি জনগণনার কথাও উল্লেখ করেছেন তিনি।

সোমবার সংসদে বক্তব্যের শেষে রাহুল বলেন, চক্রব্যূহের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর সেই ফাঁদে জড়িয়ে পড়ছেন সবাই। জড়িয়ে পড়ছেন কৃষক, কর্মী থেকে সাংসদ সবাই। তিনি মনে করেন, এই চক্রব্যূহ থেকে বেরনোর একমাত্র উপায় হল জাতি সুমারি। এরপরই আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “জাতি সুমারি আমরা পাশ করিয়েই ছাড়ব, সে আপনাদের পছন্দ হোক বা নাই হোক।”

শুধু জাতিসুমারির কথাই বলেননি তিনি। ন্যুনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়েও এদিন আশ্বাস দিয়েছেন রাহুল। দীর্ঘদিন ধরে কৃষকরা এমএসপি নিয়ে দাবি জানিয়ে এসেছেন। প্রতিবাদে রাস্তাতেও নেমেছেন তাঁরা। এবার কংগ্রেস সাংসদের দাবি, সেই বিল পাশ করাবে ইন্ডিয়া জোটই।

এদিন মূলত বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন রাহুল গান্ধী। বাজেট পেশ হওয়ার পর সোমবার ছিল সংসদে রাহুলের বক্তব্যের দিন। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম বাজেট এই চক্রব্যুহকে দুর্বল করে দেবে। কৃষক, শ্রমিকদের সাহায্য করবে ভেবেছিলাম। কিন্তু দেখলাম বড় ব্যবসায়ীরাই লাভবান হয়েছে।”