Woman found chained in Maharashtra Jungle: জঙ্গলের ভিতর থেকে গোঙানি, কাছে গিয়ে চমকে উঠলেন রাখাল

Woman found chained in Maharashtra Jungle: পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সোনুরলি গ্রামে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন এক রাখাল। তিনি জঙ্গলের ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন, গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছেন এক মহিলা। এরপরই পুলিশকে খবর দেন ওই রাখাল।

Woman found chained in Maharashtra Jungle: জঙ্গলের ভিতর থেকে গোঙানি, কাছে গিয়ে চমকে উঠলেন রাখাল
পুলিশ গিয়ে উদ্ধার করে ওই মহিলাকে
Follow Us:
| Updated on: Jul 29, 2024 | 4:46 PM

মুম্বই: জঙ্গলের মধ্য থেকে একটা গোঙানির শব্দ। কীসের আওয়াজ দেখতে গিয়ে চমকে উঠলেন এক রাখাল। গাছের সঙ্গে বাঁধা রয়েছেন এক মহিলা। দেখে মনে হল, শরীরে বল নেই। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলেন ওই রাখাল। উদ্ধার করা হল মহিলাকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়। পুলিশ জানিয়েছে, বছর পঞ্চাশের ওই মহিলার কাছ থেকে একটি আমেরিকার পাসপোর্ট পাওয়া গিয়েছে। তামিলনাড়ুর ঠিকানা লেখা একটি আধার কার্ডও পাওয়া গিয়েছে তাঁর কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সোনুরলি গ্রামে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন এক রাখাল। তিনি জঙ্গলের ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন, গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছেন এক মহিলা। এরপরই পুলিশকে খবর দেন ওই রাখাল।

পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আরও একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। পরে তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এক আধিকারিক জানান, ওই মহিলা বিপন্মুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর কাছ থেকে একটি প্রেসক্রিপশনও পাওয়া গিয়েছে।

ওই আধিকারিক জানান, মহিলার কাছ থেকে একটি আধার কার্ড পাওয়া গিয়েছে। যাতে তামিলনাড়ুর একটি ঠিকানা লেখা রয়েছে। তাঁর ফোটো-সহ মার্কিন পাসপোর্টও পাওয়া গিয়েছে। তাতে নাম লেখা ললিতা কায়ী। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওই মহিলা কোন দেশের নাগরিক, তা জানতে সব নথি খতিয়ে দেখা হচ্ছে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা গত ১০ বছর ভারতে রয়েছেন।

মহিলার বর্তমান অবস্থার কথা উল্লেখ করে ওই আধিকারিক জানান, “কথা বলার মতো অবস্থায় নেই ওই মহিলা। তিনি খুবই দুর্বল অবস্থায় রয়েছেন। দেখে মনে হচ্ছে, কয়েকদিন কিছু খাননি। এই এলাকায় ভারী বৃষ্টিও হয়েছে। আমরা জানি না, গাছে বাঁধা অবস্থায় তিনি কতদিন রয়েছেন। আমাদের ধারণা, ওই মহিলার স্বামী তাঁকে গাছে বেঁধে রেখে পালিয়েছেন। ওই মহিলার স্বামীর বাড়ি তামিলনাড়ুতে।” তদন্তকারী টিম ওই মহিলার পরিজনদের সন্ধানে তামিলনাড়ু, গোয়া এবং আরও একাধিক স্থানে রওনা দিয়েছে।