Russia-Ukraine Conflict : বাঙ্কারের অন্ধকারে আটকে ভারতীয় পড়ুয়া, ভিডিয়ো আপলোড করে কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন রাগার
Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া। তাঁদের সাহায্যের জন্য ভারত সরকারের পদক্ষেপের আবেদন জানাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয়। দেশে ফেরার আশায় কেন্দ্রের সাহায্যের দিকে তাকিয়ে তাঁরা। বাড়ি ফেরার জন্য সাহায্য চাইছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা। এরকমই একটি ভিডিয়ো শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ইউক্রেনে আটকে পড়া বেঙ্গালুরুর দু’জন পড়ুয়া ভারত সরকার এবং ইউক্রেনে ভারতের দূতাবাসের কাছে সাহায্য় চাইছেন। তাঁদের আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের সেখান থেকে নিয়ে আসার বন্দোবস্ত করা হোক।
রাহুল গান্ধী দুই পড়ুয়ার ভিডিয়োটি নিজের টুইটার প্রোফাইলে আপলোড করেন। তিনি লিখেছেন, “বাঙ্কারে ভারতীয় ছাত্রদের এই ছবি বিরক্তিকর। অনেক (শিক্ষার্থী) পূর্ব ইউক্রেনে আটকে পড়েছে। ইউক্রেনে ব্যাপক হামলা চলছে। তাঁদের উদ্বিগ্ন পরিবারের সদস্যদের পাশে রয়েছি। আবারও আমি ভারত সরকারের কাছে জরুরি স্থানান্তর কার্যকর করার জন্য আবেদন করছি।” ইউক্রেনে আটকে থাকা দু’জন বেঙ্গালুরুর পড়ুয়া মেঘনা এবং রক্ষা বর্তমানে বাঙ্কারে আশ্রয় নিয়েছে। মেঘনা ভিডিয়োতে জানিয়েছেন যে ইউক্রেনের বাঙ্কারে দেশের বিভিন্ন প্রান্তের ভারতীয়রা আশ্রয় নিয়েছে। বাঙ্কারে কোনও খাবার, জল এমনকি ঠিকঠাক ভেন্টিলেশনও নেই। ভারত সরকারকে তাঁদের করে নিয়ে আসার আর্জি জানিয়ে ভিডিয়োতে মেঘনা বলেছেন, “আমাদের সাহায্য়ের দরকার। কোনও উচ্চ পর্যায়ের আধিকারিককে কোনো পদক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি না।” রাহুল গান্ধীর টুইট করা ভিডিয়োতে তিনি বলেছেন, “আমাদের জন্য কোনও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। আমরা দেখছি কোন সাহায্য আসছে না। আমরা বর্তমানে এই বাঙ্কারে থাকছি এবং এটি খুব কঠিন। আমরা আপনাকে সাহায্য পাঠাতে অনুরোধ করছি।”
Visuals of Indian students in bunkers are disturbing. Many are stuck in eastern Ukraine which is under heavy attack.
My thoughts are with their worried family members. Again, I appeal to GOI to execute urgent evacuation. pic.twitter.com/alem9nYNgr
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2022
ভিডিয়ো অন্য আরেকজন বেঙ্গালুরের বাসিন্দা রক্ষা বলেছেন, “এ দেশে আটকে আছে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী। দয়া করে আমাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন।” প্রসঙ্গত, ভিডিয়োতে দেখা গিয়েছে অনেক মানুষ সেই বাঙ্কারে আটকে রয়েছে। সেখানে কোনও আলো নেই। ভিডিয়োর শেষে দেখা গিয়েছে মেঘনার ভাই ভারত সরকারের কাছে তাঁর বোনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। তিনি বলছেন, “আমার বোন ইউক্রেনে আটকে পড়েছে। আপনারা অনুগ্রহ করে ওকে সাহায্য় করবেন? আমাকে ওকে ফিরে পেতে চাই।”
উল্লেখ্য, ইউক্রেনের ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের দূতাবাসের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে সীমান্তের কোনও পোস্টে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনের সমস্ত ভারতীয় নাগরিকদের সীমান্ত পোস্টে (স্থাপিত হেল্পলাইন নম্বর) থাকা ভারত সরকারের আধিকারিকদের সঙ্গে এবং ভারতীয় দূতাবাস, কিয়েভে ভারত সরকারের জরুরি নম্বরগুলিতে কোনও যোগাযোগ না করে কোনও সীমান্ত পোস্টে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।” ইতিমধ্যে বিকল্প রুটের মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভারতের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট রোমানিয়ায় অবতরণ করেছে। ফ্লাইট – AI-১৯৪৩ মুম্বই থেকে ৩:২৫ এ ছেড়েছিল। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য বিদেশমন্ত্রকের তরফে একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করেছে।
আরও পড়ুন : Manipur Assembly Election: এই প্রার্থীর বিরুদ্ধে প্রচারে দুয়ারে দুয়ারে ছুটলেন খোদ অমিত শাহ! কে এই বৃন্দা?