Indians Evacuated from Ukraine: ‘বাইরে তখন বুটের শব্দ, চাইছিলাম কোনওমতে রাতটা কাটুক’, ইউক্রেন ছাড়ার আগের অভিজ্ঞতা জানালেন ভারতীয় পড়ুয়া
Indians Evacuated from Ukraine: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে উদ্ধার করে আনা হবে, তার বিকল্প পথ খুঁজতে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিল বিদেশমন্ত্রক। এরপর শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়, শনিবার এয়ার ইন্ডিয়ার দুটি বিমান পাঠানো হবে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য।
কিয়েভ: রাত যত পার হচ্ছে, ততই রুশ সেনার বুটের শব্দও বাড়তে শুরু করেছিল। বাঙ্কারের ভিতরে লুকিয়ে থেকে শুধু প্রার্থনা করছিলেন দিনের আলো ফোটার। কারণ সকালেই আসবে উদ্ধারকারী বিমান। রাশিয়ার সেনা যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে, সেই সময়ই রোমানিয়ার বুখারেস্ট থেকে উদ্ধার করে আনা হল আটকে পড়া ভারতীয়দের। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুরক্ষিতভাবেই এয়ার ইন্ডিয়ার বিমানে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। আজ বিকেল ৪টেয় মুম্বইয়ে অবতরণ করবে।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়ান বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেন দখল নয়, বরং সেখানে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তা দমন করতেই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, লাগাতার ক্ষেপণাস্ত্র বর্ষণ, গুলি চালনা ও সামরিক বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ইউক্রেনই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই উদ্ধারকারী বিমান পাঠিয়েছিল এয়ার ইন্ডিয়া। কিন্তু রুশ হামলার কারণে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ করে দেওয়ায়, সেই বিমান অবতরণ করতে পারেনি।
Stranded students from Ukraine arrive at Bucharest Airport in Romania.
"Indian embassy in Ukraine & Romania are evacuating us from Ukraine to move us back to India. Since the time we landed here, the Indian embassy in Romania has been taking care of everything," a student said pic.twitter.com/g4qcTzb9GT
— ANI (@ANI) February 26, 2022
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে উদ্ধার করে আনা হবে, তার বিকল্প পথ খুঁজতে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিল বিদেশমন্ত্রক। এরপর শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়, শনিবার এয়ার ইন্ডিয়ার দুটি বিমান পাঠানো হবে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য। তবে ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায় প্রতিবেশী দেশ রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানীতেই এই বিশেষ বিমান অবতরণ করার পরিকল্পনা করা হয়। ইতিমধ্যেই প্রথম বিমানটি বুখারেস্ট থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বিকেল ৪টেয় তা দেশের মাটি স্পর্শ করবে। এয়ার ইন্ডিয়ার তরফেই আরও কয়েকটি বিমান বুদাপেস্ট ও বুখারেস্টে পাঠানো হবে আটকে থাকা প্রায় ১৮ হাজার ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য।
ইউক্রেন ছাড়ার আগে এক ভারতীয় পড়ুয়া উদ্ধারকার্য সম্পর্কে বলেন, “ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আমাদের সুরক্ষিতভাবেই বের করে এনেছেন। সবদিকই সামাল দিচ্ছেন তারা। বাড়ি ফেরার খবর পেয়ে স্বস্তি পেয়েছেন আমাদের মা-বাবারা। উদ্ধারকার্যের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারা।”
এদিন সকালেই কেন্দ্রের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছিল। দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কথা না বলে তারা যেন কোনও সীমান্তের দিকে না এগোয়, সেই নির্দেশও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict : রাশিয়ার সমালোচনা, পাশে দাঁড়াল না ইউক্রেনেরও, কী অবস্থান ভারতের?