Bangla NewsIndia Chopper clash in a field near nalgonda, 2 died on spot
Chopper Clash : কৃষিক্ষেত্রে ভেঙে পড়ল চপার, ঘটনাস্থলেই এক মহিলা সহ মৃত ২
Chopper Clash : তেলেঙ্গানার নালগোন্ডায় পেদাভুরা মণ্ডলের তুঙ্গাতুর্থী গ্রামে ভেঙে পড়ল চপার। একজন মহিলা শিক্ষানবীশ সহ দু'জন পাইলট ঘটনাস্থলেই মারা যান।
খেতেই ভেঙে পড়ল চপার
Follow Us:
তেলেঙ্গানার নালগোন্ডায় পেদাভুরা মণ্ডলের তুঙ্গাতুর্থী গ্রামে ভেঙে পড়ল চপার। একজন মহিলা শিক্ষানবীশ সহ দু’জন পাইলট ঘটনাস্থলেই মারা যান।
নালগোন্ডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলা পাইলটকে চিহ্নিত করেছে। চপারটি একটি প্রাইভেট সংস্থার। নাগার্জুন সাগরের ফ্লাইটেক অ্যাভিয়েশন সংস্থার চপার ছিল এটি।
নালগোন্ডা থানার পুলিশ জানিয়েছে পেদাভুরা মণ্ডলের কাছে তুঙ্গাতুর্থী গ্রামের কষিক্ষেতে কর্মরত কৃষকদের থেকে খবর পেয়েছে।
কৃষকরা জানিয়েছে যে, তাঁরা লক্ষ্য করেছে একটি চপার ভেঙে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। কৃষকদের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গিয়ে দেখে চপার ভেঙে পড়েছে। মহিলায় পাইলট মারা গিয়েছেন।
প্রাথমিক অনুমান কৃষিখেতে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক্যাল তারের সঙ্গে সংযোগ হয় এবং তারপরই এই দুর্ঘটনা ঘটে।