Indian Rail: জেনারেল কম্পার্টমেন্টে যাত্রা করেন? রেলবোর্ড দিল সুখবর
Indian Rail: সকলেই জানেন, জেনারেল কম্পার্টমেন্টে যাত্রা মানে দূর্বিসহ অভিজ্ঞতার সাক্ষী হওয়া। অপরিচ্ছন্ন কামরা, অনেক সময়ই শৌচাগারে জল থাকে না। যাত্রীরা প্রয়োজন মতো পানীয় জল বা খাবার পান না।
নয়া দিল্লি: বিভিন্ন কারণে অনেকেই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট বা সাধারণ শ্রেণীর কামরায় যাতায়াত করেন। এই কামরায় টিকিটের দাম, সংরক্ষিত কামরার আসনগুলির তুলনায় অনেক কম। হঠাৎ কোথাও যাওয়ার প্রয়োজন হলে, অনেক সময় সংরক্ষিত কামরার টিকিট পাওয়া যায় না। সেই ক্ষেত্রেও অনেকেই জেনারেল কামড়ায় যাত্রা করেন। তবে সকলেই জানেন, জেনারেল কম্পার্টমেন্টে যাত্রা মানে দূর্বিসহ অভিজ্ঞতার সাক্ষী হওয়া। অপরিচ্ছন্ন কামরা, অনেক সময়ই শৌচাগারে জল থাকে না। যাত্রীরা প্রয়োজন মতো পানীয় জল বা খাবার পান না। অসংরক্ষিত আসন ছেড়ে, প্ল্যাটফর্মে নেমে পানীয় জল-খাবার কেনার মতো অবস্থাও থাকে না। তবে, এবার জেনারেল কামরার যাত্রীদের যাত্রার অভিজ্ঞতা অনেকটাই বদলে যেতে পারে। এই বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাধারণত, মেইল এবং এক্সপ্রেস ট্রেনগুলির একেবারে সামনে এবং একেবারে পিছনে জেনারেল কম্পার্টমেন্ট থাকে। রেলবোর্ড জানিয়েছে, সমস্ত স্টপেজে অসংরক্ষিত কোচের কাছে সস্তায় খাবার, পানীয় জল এবং অন্যান্য পণ্যের ভেন্ডিং ট্রলিগুলি থাকতে হবে। এই বিষয়ে পদক্ষেপ করার জন্য সমস্ত জোনাল রেলওয়ে জেনারেল ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে, প্রতিটি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে যাতে পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিতে হবে। কামরা পরিষ্কারের জন্য নিয়মিত কিছু সময় বাদে বাদে হাউসকিপিং স্টাফদের পাঠাতে হবে। কামরায় জল ফুরিয়ে যাওয়া চলবে না। অসংরক্ষিত কামরার টয়লেটগুলিতে জল ভর্তি করার জন্য প্রতিটি রুটের ওয়াটারিং স্টেশনগুলিতে বিশেষ পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পানীয় জলের বুথও বসানো হবে।
রেলওয়ে বোর্ডের অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ক সদস্য, জয়া ভার্মা সিনহা বলেছেন, “বর্তমানে বিভিন্ন কারণে বছরের অন্যান্য সময়ের থেকে রেলে যাত্রীদের ভিড় বেশি। এই অবস্থায়, জিএস কোচে যাত্রীরা যাতে প্রাথমিক পরিষেবাগুলি পান, তা নিশ্চিত করতে চায় রেলবোর্ড।” রেলওয়ে বোর্ড আরও জানিয়েছে, সংরক্ষিত টিকিটের ভাড়া বেশি বলে অনেকেই অসংরক্ষিত কামরায় যাত্রা করেন। মহিলাদের সুবিধার্থে আলাদা অসংরক্ষিত কোচ থাকে। খাদ্য-পানীয় এবং অন্যান্য মৌলিক জিনিস, সেই অসংরক্ষিত কামরায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আসছিল। সেই কারণেই এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে।