স্টারলাইট কাণ্ডে মন্তব্য করায় রজনীকান্তকে তলব জগদীশনের কমিটির
এর আগেও প্রাক্তন বিচারপতি অরুণা জগদীশনের প্যানেল রজনীকান্তকে সমন পাঠিয়েছে। কিন্তু হাজিরা দেননি তিনি।
চেন্নাই: ২০১৮ সালের স্টারলাইট কারখানায় হিংসার ঘটনায় অভিনেতা রজনীকান্তকে (Rajanikanth) সমন পাঠাল প্রাক্তন বিচারপতি অরুণা জগদীশনের কমিটি। তাঁকে ২০২১ সালের ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
২০১৮ সালে তুতিকোরিনের স্টারলাইট কপার স্মেল্টিং প্ল্যান্টে পুলিসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন আন্দোলনকারীরা। যেখানে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন আন্দোলনকারী। সেই ঘটনার প্রেক্ষিতেই ‘থালাইভা’ রজনী মন্তব্য করেছিলেন ‘আসামাজিক কাজকর্মই’ আন্দোলনকারীদের মৃত্যুর জন্য দায়ী। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে তাদের উপর ‘কঠোর পদক্ষেপ’ করার আহ্বান জানিয়েছিলেন।
এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই আন্দোলন। এর আগেও প্রাক্তন বিচারপতি অরুণা জগদীশনের প্যানেল রজনীকান্তকে সমন পাঠিয়েছে। কিন্তু হাজিরা দেননি তিনি।
আরও পড়ুন: নতুন রূপে করোনা হানা! বন্ধ ব্রিটেন-ভারত উড়ান পরিষেবা
প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজনীতিতে আসার কথা জানিয়েছেন রজনীকান্ত। তামিলনাড়ু নির্বাচনের ৫ মাস আগে নিজের দল তৈরির কথা জানান তিনি। টুইট করে তিনি লিখেছিলেন, “আমরা নিশ্চিতভাবে নির্বাচনে জিতব এবং সৎ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত, ধর্মনিরপেক্ষ দল আনব যেখানে জাত-পাত ও ধর্মের বিভেদ থাকবে না। একটি মিরাকেল ও চমৎকার অবশ্যই ঘটবে।”