Ashok Gehlot: আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাই, কিন্তু পদ আমাকে ছাড়তে চায় না: অশোক গেহলট
Ashok Gehlot-Sachin Pilot: ক্ষমতা নিয়ে অশোক গেহলট ও শচীন পাইলট দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। বলা যায়, গেহলট শিবির ও পাইলট শিবির- দুটি ভাগে বিভক্ত রাজস্থান কংগ্রেস। যা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মাথাব্যথার অন্যতম কারণ। এর মধ্যে দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে ডাকা হলেও ডাক পাননি শচীন পাইলট।
নয়া দিল্লি: রাজস্থানে ভোটের আর একমাসও বাকি নেই। কংগ্রেসের কাছ থেকে এই রাজ্য ছিনিয়ে নিতে যেমন বিজেপি মরিয়া, তেমনই গদি ধরে রাখতে জোরকদমে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তবে এবার কংগ্রেস জয়ী হলে কে মুখ্যমন্ত্রী হবেন? অশোক গেহলট নাকি শচীন পাইলট? এমন প্রশ্ন রয়েছেই। এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদ নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।
এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, “এক মহিলা আমাকে বলেছিলেন, ঈশ্বর চাইছেন, আপনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমি তাঁকে বলেছি, আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাই, কিন্তু এই পদ আমাকে ছাড়ছে না। আর সম্ভবত ভবিষ্যতেও ছাড়বে না।” গেহলট আরও বলেন, “তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য এবং রাজ্যকে পরিচালনা করার জন্য হাইকম্যান্ড আমার মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছেন।”
ক্ষমতা নিয়ে অশোক গেহলট ও শচীন পাইলট দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। বলা যায়, গেহলট শিবির ও পাইলট শিবির- দুটি ভাগে বিভক্ত রাজস্থান কংগ্রেস। যা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মাথাব্যথার অন্যতম কারণ। এর মধ্যে দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে ডাকা হলেও ডাক পাননি শচীন পাইলট। এটা নিয়ে ফের শচীন পাইলট ও অশোক গেহলটের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের জল্পনা। এই আবহে মুখ্যমন্ত্রী পদ নিয়ে গেহলটের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
যদিও এখনও পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজস্থানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। মুখ্যমন্ত্রী পদ নিয়ে শচীন পাইলটের সঙ্গে তাঁর দ্বন্দ্বের আশঙ্কার কথাও উড়িয়ে দিয়েছেন গেহলট। এপ্রসঙ্গে ২০২০ সালে মুখ্যমন্ত্রী পদ নিয়ে শচীন পাইলটের বিদ্রোহের প্রসঙ্গ তুললে সাংবাদিকদের প্রতি গেহলটের জবাব, তিনি ‘ক্ষমা ও ভুলে যাওয়ার’ নীতি নিয়েছেন। এপ্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “কংগ্রেসের মধ্যে কেন বৈষম্য নেই, এটাই বিরোধীদের যন্ত্রণার কারণ।” শচীন পাইলটের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, “সকলের মতামত নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।” শচীন পাইলটের সমর্থকেরাও তাঁকে সমর্থন জানাচ্ছেন বলে দাবি গেহলটের।
প্রসঙ্গত, দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, রাজস্থানে পুনরায় ক্ষমতায় আসছে কংগ্রেস। গত ৫ বছরে অশোক গেহলটের সরকারকে ‘গুড গর্ভনেন্স’ আখ্যাও দিয়েছেন তিনি।