Ram Temple Priest: ‘আপনার লড়াইয়ের উদ্দেশ্য সফল হোক’, রাহুল গান্ধীকে আশীর্বাদ করে চিঠি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

আচার্য সত্যেন্দ্র দাস কেবল রাহুল গান্ধীকে আশীর্বাদ-স্বরূপ চিঠি পাঠিয়েই খুশি নন, তিনি নিজেও 'ভারত জোড়ো যাত্রা'-য় সামিল হতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক কারণেই তিনি পদযাত্রায় যোগ দিতে পারছেন না।

Ram Temple Priest: 'আপনার লড়াইয়ের উদ্দেশ্য সফল হোক', রাহুল গান্ধীকে আশীর্বাদ করে চিঠি রাম মন্দিরের প্রধান পুরোহিতের
রাহুল গান্ধী ও রাম মন্দিরের প্রধান পুরেহিত।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 5:21 PM

অযোধ্যা: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে প্রবেশ করেছে যোগী-রাজ্যে। আর সেখানে প্রবেশের প্রাক্কালেই আশীর্বাদ পেলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের। রাহুল গান্ধীর উদ্দেশ্য ‘সফল হোক’ বলে কংগ্রেস নেতাকে আশীর্বাদ করেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ভাইয়ের জন্য গর্বিত প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের প্যাডে চিঠি লিখে রাহুল গান্ধীকে সোমবার আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছেন আচার্য সত্যেন্দ্র দাস। চিঠিতে তিনি লিখেছেন, “আমি আশা করছি এবং প্রার্থনা করছি, যে উদ্দেশ্য নিয়ে আপনি লড়াই করছেন, সেটা সফল হোক। আশীর্বাদ করি, আপনি দীর্ঘায়ু হন।” দেশকে একসূত্রে বাঁধার উদ্দেশ্যে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। সেকথা উল্লেখ করে চিঠিতে আচার্য আরও লিখেছেন, “আপনি মহৎ উদ্দেশ্যে কাজ করছেন, যেটাকে বলে ‘সর্বজন হিতায় সর্বজন সুখায়’, জনগণের স্বার্থে এবং তাঁদের খুশির জন্য। আমি প্রার্থনা করছি, ভগবান রামের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাম মন্দিরের প্রধান পুরোহিতের এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনীতির বিশেষজ্ঞদের।

আচার্য সত্যেন্দ্র দাস কেবল রাহুল গান্ধীকে আশীর্বাদ-স্বরূপ চিঠি পাঠিয়েই খুশি নন, তিনি নিজেও ‘ভারত জোড়ো যাত্রা’-য় সামিল হতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক কারণেই তিনি পদযাত্রায় যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন অযোধ্যা জেলা কংগ্রেসের মুখপাত্র সুনীল কৃষ্ণ গৌতম। তবে তাঁর নৈতিক সমর্থন রয়েছে। কংগ্রেস নেতা বলেন, “দেশজুড়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ব্যাপক সমর্থন পেয়েছে, অযোধ্যার আচার্য সত্যেন্দ্র দাসও রাহুল গান্ধীকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন। সর্বজন সুখায়-এর বার্তা দিয়ে তিনি ভারত জোড়ো যাত্রা-র সমর্থন জানিয়েছেন।”

এদিন ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপ্রদেশে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। অযোধ্যার হনুমান মন্দিরে পুজো দিয়ে এদিন সকালে যাত্রা শুরু করেন তিনি। দু-দিন উত্তরপ্রদেশ পরিভ্রমণ করে বৃহস্পতিবার রাহুলের ভারত জোড়ো যাত্রা হরিয়ানায় প্রবেশ করবে। ভাইয়ের জন্য ‘গর্ব অনুভব করছেন’ বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এখনও কেবল সাদা টি-শার্ট পরেই দেশ পরিভ্রমণ করে চলেছেন রাহুল।