RSS meeting: আর্থ-সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় তিন দিনের বিশেষ বৈঠকে বসল RSS
RSS meeting: মূলত সামাজিক সমস্যাগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা করাই মূল উদ্দেশ্য। সব সংগঠনগুলি তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করবে বৈঠকে। বর্তমান পরিস্থিতিতে কোন কোন সমস্যার সমাধান করা প্রয়োজন, তা নিয়ে কথা হবে বলে জানা গিয়েছে।
পুনে: শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। ভারতমাতার পুজো করে শুক্রবারই মহারাষ্ট্রের পুনেতে শুরু হয়েছে সেই বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, অন্যতম পদাধিকারী দত্তাত্রেয় হোসবালে প্রমুখ। শুধুমাত্র আরএসএস নয়, একাধিক শাখা সংগঠনের সদস্যরাও উপস্থিত হয়েছেন সেখানে। সাম্প্রতিক সামাজিক ও জাতীয় ইস্যু নিয়ে বৈঠকে কথা বলে হবে জানা গিয়েছে। আলোচনা হওয়ার কথা শিক্ষা, অর্থনীতি সহ নানা বিষয়ে। জাতীয় সুরক্ষা থেকে শুরু করে পরিবেশ ও জলবায়ু নিয়েও কথা হবে। তিন দিন ধরে হবে বৈঠক।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও উপস্থিত ছিলেন প্রথম দিনের বৈঠকে। রয়েছে রাষ্ট্রীয় সেবিকা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বনবাসী কল্যাণ আশ্রম, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় কিষাণ সঙ্ঘ, বিদ্যা ভারতী, ভারতীয় মজদুর সঙ্ঘ, সংস্কার ভারতী, সেবা ভারতী, সংস্কৃতি ভারতীর সদস্যরাও রয়েছেন সেখানে। এর আগে ছত্তিসগড়ে আরএসএস-এর এই বৈঠক হয়েছিল।
সূত্রের খবর, মূলত সামাজিক সমস্যাগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা করাই মূল উদ্দেশ্য। সব সংগঠনগুলি তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করবে বৈঠকে। বর্তমান পরিস্থিতিতে কোন কোন সমস্যার সমাধান করা প্রয়োজন, তা নিয়ে কথা হবে। আরএসএস-এর তরফে উপস্থিত থাকছেন ড. কৃষ্ণগোপাল, ড. মনমোহন বৈদ্য, অরুণ কুমার, মুকুন্দ, রামদত্ত চক্রধর প্রমুখ।