করোনাকালে আন্দোলন ‘না’, সুর নরম করে কেন্দ্র-কৃষক বৈঠকের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সংযুক্ত কিসান মোর্চার

কেন্দ্রের তরফে এর আগে বহুবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও কৃষকরা আলোচনা বসতে নারাজ ছিল। তাঁদের দাবি ছিল, "কোনও আলোচনা নয়, সরাসরি কৃষি আইন প্রত্যাহার করতে হবে।"

করোনাকালে আন্দোলন 'না', সুর নরম করে কেন্দ্র-কৃষক বৈঠকের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সংযুক্ত কিসান মোর্চার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 9:19 AM

নয়া দিল্লি: করোনা সংক্রমণের মাঝেও আন্দোলন নিয়ে পিছু হটতে নারাজ ছিল কৃষকরা। কিন্তু মাসের পর মাস পার হয়ে যাওয়ায় এ বার সংযুক্ত কিসান মোর্চার তরফে সুর নরম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কেন্দ্র ও কৃষকদের মধ্যে আলোচনা শুরু করার প্রস্তাব দেওয়া হল।

গত বছরের নভেম্বর মাস থেকে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লির তিন সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। মাঝে কেন্দ্রের সঙ্গে ১১ দফা বৈঠক হলেও কৃষকরা তাদের আইন প্রত্যাহারের দাবিতেই অটল রয়েছে। কেন্দ্রের তরফে এক থেকে দেড় বছরের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলে, প্রথমে তাতে সম্মতি জানিয়েও পরে তা মানতে অস্বীকার করে কৃষক সংগঠনগুলি।

২২ জানুয়ারি কেন্দ্র ও কৃষকদের মধ্যে শেষবারের বৈঠক হয়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে দিল্লিতে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তারপর থেকেই কেন্দ্র ও কৃষকদের কার্যত মুখ দেখাদেখি বন্ধ। এ দিন ৪০টি কৃষক সংগঠনের তরফে সংযুক্ত কিসান মোর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পুনরায় আলোচনা আরম্ভ করার অনুরোধ জানায়।

একটি সংবাদ বিবৃতিতে সংযুক্ত কিসান মোর্চার তরফে বলা হয়, “আন্দোলনকারী কৃষকরা করোনা সংক্রমণের মুখে পড়তে চান না। কিন্তু একইসঙ্গে তারা এতদিনের লড়াই ছেড়েও যেতে চান না। কারণ, এটি জীবন-মরণের ও ভবিষ্যত প্রজন্মের লড়াই।”

অন্যদিকে, কয়েকজন আন্দোলনকারী কৃষকদের মৃত্যুর খবর মিলতেই আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন ভারতীয় কিসান ইউনিয়নের (BKU) মুখপাত্র ভোপাল সিং। ভোপাল সিংয়ের কথায়, “আমরা যদি বেঁচে থাকি তা হলেই না লোকে আমাদের ‘অন্নদাতা’ বলে ডাকতে পারবেন। আমরা বেঁচে থাকলে তবেই আমাদের ফসলকে সুরক্ষিত করতে পারব। আমরা ভবিষ্যতে আবারও আন্দোলন করব। তবে এই আন্দোলনের জন্য এখন সঠিক সময় নয়। এই কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের পাশে দাঁড়ানো উচিৎ।”

আরও পড়ুন: গঙ্গায় দেহ ভাসা নিয়ে উদ্বিগ্ন জাতীয় মিশন, যোগীরাজ্যে শুরু হল অজ্ঞাতপরিচয় দেহের তথ্য সংগ্রহ