AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

G20 Sherpa Meeting: কুমারকোমে জি২০ শেরপা প্রতিনিধিদের দ্বিতীয় বৈঠক শুরু

G20: ভারতের সভাপতিত্বে চারদিনের এই বৈঠকের দ্বিতীয় দিনে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন বক্তব্য রাখেন।

G20 Sherpa Meeting: কুমারকোমে জি২০ শেরপা প্রতিনিধিদের দ্বিতীয় বৈঠক শুরু
জি ২০ শেরপা বৈঠক।
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 12:57 PM
Share

কোচি: কেরলের (Keral) কুমারকোমে শুরু হয়েছে জি ২০ শেরপাদের (Emissary) দ্বিতীয় বৈঠক। ৩০ মার্চ এর সূচনা হয়। চলবে ২ এপ্রিল পর্যন্ত। এটি দ্বিতীয় পর্যায়ের বৈঠক। ভারতের সভাপতিত্বে চারদিনের এই বৈঠকের দ্বিতীয় দিনে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন বক্তব্য রাখেন। এদিন টেকনোলজিকাল ট্রান্সফরমেশন, সবুজ উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এদিনের আলোচনার মূল লক্ষ্য অভিনব উদ্ভাবন ও ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট’কে সামনে রেখে ভবিষ্যতের পথে বাড়ানো। ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ডিজিটাল ইকোনমি, স্বাস্থ্য, পর্যটন, কৃষি ও কর্মসংস্থা নিয়েও আলোচনা হওয়ার কথা।

ভারতের জি২০ শেরপা অমিতাভ কান্ত ছিলেন বৈঠকে, ছিলেন ১২০ জন অভ্যাগত। এই ধরনের বৈঠকে সরকারের তরফে প্রতিনিধিরাই শেরপা। বৃহস্পতিবারই অমিতাভ কান্ত তাঁর উদ্বোধনী ভাষণে ডিজিটাল ডমেনে ভারতের অগ্রগতির বিষয় তুলে ধরেন। ভারতের ডিপিআইয়ের বৈশিষ্ট্য হিসাবে ওপেন স্ট্যান্ডার্ড, ওপেন এপিআই, ইন্টারঅপারেবিলিটির ব্যাখ্যাও করেন। শুক্রবার থেকে শেরপার পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। তিনদিন ধরে তা চলবে।