Supreme Court: ইডি-র ডিরেক্টরের তৃতীয়বার মেয়াদ বৃদ্ধি ‘অবৈধ’, কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টের
ED: ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের বারবার মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা, জয়া ঠাকুর থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাকেত গোখলেও সুপ্রিম কোর্টে এব্যাপারে পিটিশন দেন।
নয়া দিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অধিকর্তার মেয়াদ বৃদ্ধির ঘটনায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। ইডি-র মুখ্য অধিকর্তা পদে সঞ্জয় কুমার মিশ্রের তৃতীয়বার মেয়াদ বৃদ্ধি অবৈধ বলে ঘোষণা করল শীর্ষ আদালত (Supreme Court)। শুধু তাই নয়, সঞ্জয় কুমার মিশ্রের ইডি-র মুখ্য অধিকর্তা পদে মেয়াদের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বেঁধে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি বি.আর গবাই, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।
১৯৮৪ সালের ব্যাচের আইআরএস অফিসার সঞ্জয় কুমার মিশ্র ২০১৮ সালে ইডি-র ডিরেক্টর পদে নিযুক্ত হন। দু-বছরের জন্য তাঁকে নিয়োগ করা হয়। তারপর ২০২০ সালে তাঁর মেয়াদ এক বছর বাড়ায় কেন্দ্র। এরপর ২০১৮ সালের পুরোনা নির্দেশিকা সংশোধন করে সঞ্জয় মিশ্রের মেয়াদ দু-বছর থেকে তিন বছর বাড়ানো হয়।
যদিও সঞ্জয় মিশ্রের বারবার মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা, জয়া ঠাকুর থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাকেত গোখলেও সুপ্রিম কোর্টে এব্যাপারে পিটিশন দেন। তার পরিপ্রেক্ষিতেই এবার সঞ্জয় কুমার মিশ্রের তৃতীয়বার মেয়াদ বৃদ্ধি অবৈধ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
যদিও সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধির পক্ষে কেন্দ্রের যুক্তি ছিল আর্থিক দুর্নীতির বহু গুরুত্বপূর্ণ মামলার তদন্তে জড়িত রয়েছে ইডি। সেই সব তদন্তের স্বার্থে তাঁর মেয়াদ বৃদ্ধি হোক। এপ্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, ওই মামলাগুলি তদন্তের স্বার্থে অবসরের পরেও সঞ্জয় কুমার মিশ্রের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য বৃদ্ধি করা যেতে পারে। তার বেশি নয়।