Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eknath Shinde-Uddhav Thackeray Clash: সুপ্রিম রায়ে এক নিমেষেই খোয়াতে পারেন মুখ্য়মন্ত্রীর পদ! একনাথ শিন্ডের অগ্নিপরীক্ষা আজ

Maharashtra Crisis: আজ সুপ্রিম কোর্ট ঠিক করবে যে গত বছর তৎকালীন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ও সরকার বদল দলত্যাগ বিরোধী কার্যকলাপ ছিল কি না এবং এর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও ১৫ জন বিধায়কের পদ খারিজ হওয়া উচিত কি না।

Eknath Shinde-Uddhav Thackeray Clash: সুপ্রিম রায়ে এক নিমেষেই খোয়াতে পারেন মুখ্য়মন্ত্রীর পদ! একনাথ শিন্ডের অগ্নিপরীক্ষা আজ
ফাইলর চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 8:25 AM

মুম্বই: এক বছরও হয়নি মুখ্যমন্ত্রীর গদি পেয়েছেন, এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে গদি নিয়ে টানাটানি। এবার মুখ্যমন্ত্রীর গদি টিকবে কি না, তা নিয়েই চিন্তায় একনাথ শিন্ডে (Eknath Shinde)। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) অগ্নিপরীক্ষার মুখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শিবসেনার অন্তর্দ্বন্দ্ব ও তার জেরে দলত্যাগ করে বিজেপির সঙ্গে জোট তৈরি করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শিবসেনার ৪০ জন বিধায়ককে নিয়ে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে  মিলিতভাবে সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন ‘বিদ্রোহী’ একনাথ শিন্ডে। তাঁর এই সিদ্ধান্ত দলত্যাগ বিরোধী কার্যকলাপ ছিল কি না, তারই বিচার করবে শীর্ষ আদালত। যদি আদালত উদ্ধব ঠাকরের শিবিরের সপক্ষে রায় দেয়, তবে মুখ্য়মন্ত্রীর গদি হারাতে পারেন একনাথ শিন্ডে। তাঁর সঙ্গে দলত্যাগী বাকি বিধায়করাও সরকারে নিজেদের পদ খোয়াতে পারেন।

শিবসেনার অন্তর্দ্বন্দ্ব-

বিদ্রোহের আগুন ধিকিধিকি করে জ্বলেছিল আগেই। গত বছরের জুন মাসে সেই বিরোধ প্রকাশ্যে আসে। হঠাৎই ৪০ জন বিধায়কদের নিয়ে উদয়পুরের রিসর্টে আশ্রয় নেন একনাথ শিন্ডে। তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সেখানে প্রতিনিধি পাঠাতেই বিদ্রোহী বিধায়কদের রাতারাতি উড়িয়ে নিয়ে যাওয়া হয় অসমের একটি রিসর্টে। গোটা প্রক্রিয়ায় একনাথ শিন্ডেকে সাহায্য করেছিল বিজেপি। এক সপ্তাহের টানাপোড়েন পর বিধায়ক সংখ্যায় সংখ্য়াগরিষ্ঠতার জোরে মহা বিকাশ আগাড়ি জোটের পতন ঘটায় বিজেপি-শিন্ডে জোট। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। পরেরদিনই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে নতুন সরকার গঠন করেন একনাথ শিন্ডে। তাঁকেই মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়। উপমুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

শিবসেনা দুই শিবিরে বিভক্ত হয়ে যাওয়ার পরই, শিবসেনা নামের উপরে কার অধিকার থেকে শুরু করে বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী কার্যকলাপের অভিযোগ, একাধিক মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। শিবসেনার নাম ও প্রতীকের অধিকার শিন্ডে শিবিরের কাছে গেলেও, আজ সুপ্রিম কোর্ট ঠিক করবে যে গত বছর তৎকালীন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ও সরকার বদল দলত্যাগ বিরোধী কার্যকলাপ ছিল কি না এবং এর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও ১৫ জন বিধায়কের পদ খারিজ হওয়া উচিত কি না।

যদি সুপ্রিম কোর্ট একনাথ শিন্ডের বিধায়ক পদ খারিজ করে দেয়, তবে তাঁকে মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। তাঁর সরকারেরও পতন হবে। এরপরে যে শিবিরের কাছে বেশি সংখ্যক বিধায়ক থাকবে, তারা সরকার গঠন করতে পারবে।

আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। একদিকে, প্রবীণ আইনজীবী কপিল সিবল ও অভিষেক মনু সিংভি যেমন উদ্ধব ঠাকরের শিবিরের হয়ে লড়েছিলেন, উল্টোদিকে একনাথ শিন্ডের শিবিরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন আইনজীবী হরিশ সালভে, নীরজ কৌল ও মহেশ জেঠমালানি।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'