Udayanidhi Stalin: সনাতন ধর্মকে ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে তুলনা, স্ট্যালিন-পুত্রের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক

Sanatana Dharma Controversy: মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবি তোলা হয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় টুইটে বলেন, "রাহুল গান্ধী মহব্বত কি দুকানের কথা বলেন কিন্তু কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকের উত্তরসূরী সনাতন ধর্ম মুছে ফেলার কথা বলছেন।"

Udayanidhi Stalin: সনাতন ধর্মকে ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে তুলনা, স্ট্যালিন-পুত্রের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক
উদয়নিধি স্ট্যালিন (ফাইল ছবি)Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 12:50 PM

চেন্নাই: মুখ্যমন্ত্রীর ছেলের মন্তব্যে তুমুল বিতর্ক। দাবি উঠল তাঁর গ্রেফতারির। শনিবার তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গি ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “সনাতন ধর্মের বিরোধিতা নয়, সম্পূর্ণ মুছে ফেলা উচিত।”

শনিবার সনাতন বিলুপ্তি কনফারেন্সে যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, “সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বিরোধী। কিছু জিনিস রয়েছে, যার বিরোধিতা নয়, সম্পূর্ণ নির্মূল করা উচিত। আমরা ডেঙ্গি, মশা ম্যালেরিয়া  বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এগুলি দূর করতে হয়। একইভাবে সনাতন ধর্মকেও মুছে ফেলা উচিত।”

তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই সোশ্য়াল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবি তোলা হয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় টুইটে বলেন, “রাহুল গান্ধী মহব্বত কি দুকানের কথা বলেন কিন্তু কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকের উত্তরসূরী সনাতন ধর্ম মুছে ফেলার কথা বলছেন। কংগ্রেস নিশ্চুপ থাকা আসলে এই গণহত্যার আহ্বানকেই সমর্থন করা। ইন্ডিয়া জোটকে যদি সুযোগ দেওয়া হয়, তবে ওরা সহস্র বছরের সভ্যতা, যা ভারত নামে পরিচিত, তা ধ্বংস করে দেবে।”

এদিকে, বিতর্ক শুরু হতেই মালব্য়ের টুইটের পাল্টা জবাব দিয়ে উদয়নিধি স্ট্যালিন বলেন, “যারা সনাতন ধর্ম অনুসরণ করেন, তাদের গণহত্যার কথা কখনও বলিনি আমি। সনাতন ধর্ম হল এমন এক আদর্শ যা জাত  ও ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করে। সনাতন ধর্মকে উৎখাত করার অর্থ হল মানবতা ও সাম্যকে তুলে ধরা। আমি নিজের মন্তব্যে অনড় থাকছি। যারা সনাতন ধর্মের জন্য ভুক্তভোগী, তাদের হয়ে আমি বলেছি।”

তিনি আরও বলেন, “আমি পেরিয়ার ও আম্বেদকরের লেখনি প্রমাণ স্বরূপ পেশ করতে পারি যা সনাতন ধর্ম ও সমাজে তার নেতিবাচক প্রভাব নিয়ে গবেষণা করেছে। আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশটি আবারও তুলে ধরছি। আমার বিশ্বাস করোনা ভাইরাস, ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো সনাতন ধর্মও সামাজিক নানা অন্যায়-অবিচারের জন্য দায়ী।”