Farmers Protest: কাঁদানে গ্যাস-ব্যারিকেডও ব্যর্থ কৃষকদের সামনে, কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক আজ
Delhi Chalo: এমএসপির গ্যারান্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই আন্দোলনে নেমেছে কৃষকরা। মঙ্গলবার দিল্লি চলো অভিযান ছিল তাদের। কিন্তু পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। ৬০ জন আহত হন। এরপরও থামেনি আন্দোলন। বুধবারও শাম্ভু সীমান্তে ট্রাক্টর-ট্রলির বিরাট লম্বা লাইন দেখা যায়।
নয়া দিল্লি: ব্যারিকেড, জল কামান থেকে সনিক অস্ত্র-কোনওভাবেই প্রতিহত করা যাচ্ছে না কৃষকদের। দিল্লি চলো অভিযান নিয়ে অনড় আন্দোলনকারী কৃষকরা (Farmers Protest)। মঙ্গলবারই পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের। ট্রাক্টর দিয়ে কৃষকরা ব্যারিকেড ভাঙে, ঢিল-পাথর ছোড়ে পুলিশকে লক্ষ্য করে। পাল্টা জবাবে পুলিশও কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবে কৃষকদের প্রতিনিধি দল। তারপরই আন্দোলনের পরবর্তী ধাপ কী হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএসপির গ্যারান্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই আন্দোলনে নেমেছে কৃষকরা। মঙ্গলবার দিল্লি চলো অভিযান ছিল তাদের। কিন্তু পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। ৬০ জন আহত হন। এরপরও থামেনি আন্দোলন। বুধবারও শাম্ভু সীমান্তে ট্রাক্টর-ট্রলির বিরাট লম্বা লাইন দেখা যায়। গতকালও আন্দোলনকারীদের ব্যারিকেড টপকানো থেকে আটকাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
#WATCH | Farmers’ protest | Tear gas shells fired to disperse the agitating farmers who were approaching the Police barricade.
Visuals from Shambhu Border. pic.twitter.com/AnROqRZfTQ
— ANI (@ANI) February 14, 2024
দিল্লির কাছাকাছি পৌঁছতেই রাজধানী জুড়ে আরও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। সীমান্তে যান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বদলে ফেলা হয়েছে একাধিক রুট।
#WATCH | Police use tear gas to disperse protesting farmers at the Haryana-Punjab Shambhu Border.
The farmers have announced to continue to march towards the National Capital. pic.twitter.com/bJC0xXPCaU
— ANI (@ANI) February 13, 2024
এদিকে সূত্রের খবর, আজ ফের কেন্দ্রের মুখোমুখি হতে পারে কৃষক পক্ষ। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছে কৃষক পক্ষের প্রতিনিধিদের। চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছে কৃষকরা। এমএসপি নিয়ে দাবি পূরণ হয় কি না, তাই-ই এখন দেখার।