চোর সন্দেহে বেধড়ক মার ফার্মহাউস মালিকের, রাস্তাতেই দেহ খুবলে গেল কুকুর, মৃত্যু কিশোরের

নিরাপত্তারক্ষীদের আসতে দেখেই  দুই বন্ধু পালিয়ে গেলেও ধরা পড়ে যায় সন্দীপ। বাড়ির মালিক প্রকৃতি সান্ধু তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

চোর সন্দেহে বেধড়ক মার ফার্মহাউস মালিকের, রাস্তাতেই দেহ খুবলে গেল কুকুর, মৃত্যু কিশোরের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 9:44 AM

নয়া দিল্লি: বন্ধুদের সঙ্গে চুপিচুপি ফার্মহাউসে ঢোকাই কাল হল ১৬ বছরের যুবকের। চোর সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করল ফার্ম হাউসের মালিক। সেখান থেকে পালিয়ে এলেও সংজ্ঞাহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই পড়ে থাকে ওই কিশোর। রাস্তার কুকুররা তাঁকে আক্রমণ করায় মৃত্যু হয় তাঁর, এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ মাহাতো (১৬) নামক ওই কিশোর তাঁর দুই বন্ধুর সঙ্গে বুধবার দিল্লির কাপাসেরা এলাকায় অবস্থিত একটি ফার্ম হাউসে বিনা অনুমতিতে ঢোকে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে ফার্মহাউসের মালিককে খবর দেয়।

নিরাপত্তারক্ষীদের আসতে দেখেই  দুই বন্ধু পালিয়ে গেলেও ধরা পড়ে যায় সন্দীপ। বাড়ির মালিক প্রকৃতি সান্ধু তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। কোনওমতে তাঁদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে আসে সন্দীপ। কিন্তু মাথায় গুরুতর চোট লাগায় বেশিদূর পালাতে পারে না, রাস্তাতেই সংজ্ঞা হারিয়ে পড়ে যায় সে। এই অবস্থাতেই ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে ওই কিশোর, সাহায্যের হাত বাড়াননি কেউ।

পথকুকুরের একটি দল সন্দীপকে রক্তাক্ত অবস্থায় পেয়ে আক্রমণ করে এবং শরীরের একাধিক জায়গায় কামড়ে দেয়। এরপরই মৃত্যু হয় তাঁর। বিকেল সাড়ে চারটে নাগাদ পথ চলতি এক ব্যক্তি ওই কিশোরের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ফার্ম হাউস মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হলেও ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, গুরুগ্রামের বাসিন্দা ওই ব্যক্তির পণ্য পরিবহনের ব্যবসা রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: এ বার করোনা টিকা পাবে ১২ থেকে ১৮ বছর বয়সীরাও, কবে থেকে শুরু হচ্ছে টিকাকরণ?