Telangana: শপথ নেওয়ার পর কয়েক মিনিটে সরল ব্যারিকেড! কাজে নেমে পড়লেন নয়া মুখ্যমন্ত্রী

Telangana: তেলঙ্গানা রাজ্য গঠনের পর থেকে পরপর দুবার রাজ্যের ক্ষমতায় ছিলেন কেসিআর। কিন্তু, এবারের নির্বাচনে তাঁকে পরোপুরি ধরাশায়ী করে দিয়েছে কংগ্রেস। এর পিছনে রেবন্ত রেড্ডির হার না মানা নেতৃত্বকে যেমন কৃতিত্ব দিচ্ছেন রাজ্যের কংগ্রেস নেতাকর্মীরা, তেমনই নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলিও রাজ্যের মানুষকে আকর্ষণ করেছে বলে মনে করা হচ্ছে।

Telangana: শপথ নেওয়ার পর কয়েক মিনিটে সরল ব্যারিকেড! কাজে নেমে পড়লেন নয়া মুখ্যমন্ত্রী
শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে তেলঙ্গনার নতুন মুখ্যমন্ত্রীImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 9:40 AM

হায়দরাবাদ: দ্রুত কাজে নেমে পড়লেন তেলঙ্গানার নয়া মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। প্রচার পর্বে রাজ্যের মানুষকে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক মিনিটের মধ্য়েই সেই প্রতিশ্রুতি পূরণের কাজে নেমে পড়লেন রেবন্ত রেড্ডি। এতদিন তেলঙ্গানার সরকারি বাসভবনের সামনেটা ঘেরা ছিল লোহার ব্যারিকেড দিয়ে। রেবন্ত রেড্ডি কথা দিয়েছিলেন, ক্ষমতায় এলে সেই ব্যারিকেড সরিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী যাতে মানুষের ধরাছোঁয়ার মধ্যে থাকে, তার জন্যই এই ব্যবস্থা। বৃহস্পতিবার, হায়দরাবাদের এলবি গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবেশপথ নেওয়ার পরই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন রেবন্ত রেড্ডি।

দায়িত্ব নেওয়ার কয়েক মিনিট পরই তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, ‘প্রগতি ভবন’-এর সামনে থেকে সরে গেল লোহার ব্যারিকেড। প্রগতি ভবনের বাইরে বেশ কিছু বুলডোজার ও ট্রাক্টর নিয়ে নির্মাণকর্মীদের লোহার রডগুলি উপড়ে ফেলতে দেখা গিয়েছে।

তার আগে, হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও এগারোজন। মুখ্যমন্ত্রী দৌড়ে থাকা মাল্লু ভাট্টি বিক্রমার্কা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তেলঙ্গানা রাজ্য গঠনের পর থেকে পরপর দুবার রাজ্যের ক্ষমতায় ছিলেন কেসিআর। কিন্তু, এবারের নির্বাচনে তাঁকে পরোপুরি ধরাশায়ী করে দিয়েছে কংগ্রেস। এর পিছনে রেবন্ত রেড্ডির হার না মানা নেতৃত্বকে যেমন কৃতিত্ব দিচ্ছেন রাজ্যের কংগ্রেস নেতাকর্মীরা, তেমনইনির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলিও রাজ্যের মানুষকে আকর্ষণ করেছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর বাসভভনের বাইরে থেকে লোহার ব্যারিকেড সরানোর মতো সহজ কাজ তো তিনি করে দিলেন। তবে, এখন তাঁর সামনে চ্যালেঞ্জ নির্বাচনের দৌড়ে কংগ্রেসের দেওয়া ছয়টি ‘গ্যারান্টি’র প্রতিশ্রুতি পূরণ করা। এই ছয় গ্যারান্টি কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারণ। কী এই ছয় প্রতিশ্রুতি? কৃষকদের ২ লক্ষ পর্যন্ত ঋণ মকুব, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা, রাইথু ভরোসার অধীনে একর প্রতি ১৬,০০০ টাকার সহায়তা, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ এবং ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবারহ। কর্নাটকে এই ধরনের প্রতিশ্রুতিগুলি পূরণ করতে গিয়ে সরকারের ভাঁড়ার খালি হয়ে যাচ্ছে। তেলঙ্গানায় কী হবে, সেটাই এখন দেখার।