মোটা মাইনের চাকরি ছেড়ে শিক্ষক হতে চান গেটের প্রথম স্থানাধিকারী

২০১২ সালে প্রথম গেট পরীক্ষায় তাঁর র‍্যাঙ্ক হয়েছিল ৬১ তারপর ২০১৩ সালে র‍্যাঙ্ক হয় ৩১।

মোটা মাইনের চাকরি ছেড়ে শিক্ষক হতে চান গেটের প্রথম স্থানাধিকারী
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 8:43 PM

নয়া দিল্লি: তাঁর কাছে মোটা মাইনের সরকারি চাকরি ছিল, চাইলে আইআইটিতে পড়াশোনা করারও সুযোগ ছিল। কিন্তু সব ছেড়ে শিক্ষক হতে চান গেটের প্রথম স্থানাধিকারী সিদ্ধার্থ সভরবাল (Siddharth Sabhaarwal)। ২০২১ সালের গেট পরীক্ষায় ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন পেপারে ১০০ নম্বরের মধ্যে ৮২ পেয়েছেন তিনি। সিদ্ধার্থের দাবি, তিনি গেট পরীক্ষায় বসেছেন অভিজ্ঞতার জন্য। তখনও গেট পরীক্ষায় পাশ করেছিলেন তিনি।

২০১২ সালে প্রথম গেট পরীক্ষায় তাঁর র‍্যাঙ্ক হয়েছিল ৬১ তারপর ২০১৩ সালে র‍্যাঙ্ক হয় ৩১। সিদ্ধার্থর কথা অনুযায়ী, তিনি পরীক্ষায় বসেন অভিজ্ঞতার জন্য। ইতিমধ্যে দিল্লি আইআইটি থেকে তিনি স্নাতক। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ আইইএস পরীক্ষায় পাশ করেছেন তিনি। ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায়ও তৃতীয় র‍্যাঙ্ক হয়েছিল সিদ্ধার্থের। আইইএস পরীক্ষায় পাশ করার পর আধিকারিক পদে ২০১৮ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি। কিন্তু স্রেফ শিক্ষক হওয়ার জন্য তিনি সেই চাকরি ছেড়ে দিয়েছেন ৩ বছর আগেই।

এখন আনঅ্যাকাডেমিতে পড়ান সিদ্ধার্থ। তাঁর লক্ষ্য হল পড়ুয়াদের আইইএস, গেটের মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করা। নিজের অভিজ্ঞতা সম্পর্কে সভরবাল জানান, গেট ২০১৩-এ পাশ করার পর আমি আইআইটি দিল্লিতে পড়াশোনা করেছি। তিনি বলেন, “যখন আমি এমটেক করছিলাম তখন আমি আমার বন্ধুদের পড়াতাম। তখন থেকেই আমার পড়াতে ভাল লাগে।”

সিদ্ধার্থ এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি পড়ুয়াদের বই নয় তাঁর এত বছরের অভিজ্ঞতা থেকে পড়ান। গেট পরীক্ষায় তাঁর প্রস্তুতি সম্পর্কে তিনি জানিয়েছেন, আগের পরীক্ষার প্রশ্নপত্র ও মক পেপার সমাধান করেই তিনি গেটে বসেছিলেন। তাঁর মতে, গেটের মতো পরীক্ষায় পাশ করতে হলে কোনও বইর থেকে বেশি ভাল উপায় হল নিজের ওই বিষয়ক ধারণায় সাবলীল হওয়া।

আরও পড়ুন: মনসুখ হিরন খুনে মূল ষড়যন্ত্রকারী সচিন ভাজ়ে, জানাল পুলিশ