Abhishek Banerjee in Supreme Court: ‘বারবার কেন উঠছে আমার নাম?’ প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চে আবেদন অভিষেকের
Abhishek Banerjee in Supreme Court: হাইকোর্টের নির্দেশনামায় রয়েছে অভিষেকের নাম। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ, কিন্তু শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়।
নয়া দিল্লি: বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের জেরে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছে, তার মধ্যেই এবার বিশেষ আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দেওয়া অর্ডারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তার অর্ডার কপি বা নির্দেশনামায় নাম রয়েছে অভিষেকের। শনিবার তাই বিশেষ বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন অভিষেক। মামলায় পার্টি হতে চান তিনি।
অভিষেক এই মামলায় পার্টি হতে চান বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি উল্লেখ করেন, অভিষেকের বক্তব্যও শোনা হোক। এই আবেদন প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা যে চলছে, তা আরও স্পষ্ট হচ্ছে। এই ইস্যুতে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, শাসক দল বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহে মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর সেই মামলায় স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কোনও নথি ছাড়া কীভাবে স্থগিতাদেশ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই তিনি বিচারপতি সৌমেন সেনকে রাজনৈতিক মদতপুষ্ট বলে উল্লেখ করেন। অর্ডারে বিস্ফোরক সব অভিযোগ সামনে আনেন তিনি। সেখানেই উঠে আসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম।