Sougata Roy: ‘ইন্ডিয়া গেট থেকে হলোগ্রাম ভ্যানিশ, উধাও বিজেপির নেতাজি-প্রেমও’

Parliament Budget Session: সৌগত রায় বলেন, "প্রাথমিকভাবে হলোগ্রাম স্ট্যাচু বসিয়েছিল কেন্দ্র। অনেকগুলি লেসার বিম ব্যবহার করে হলোগ্রাম তৈরি করা হয়। সেই হলোগ্রাম এখন ইন্ডিয়া গেট থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই সঙ্গে নেতাজির প্রতি বিজেপির ভালবাসাও ভ্যানিশ হয়ে গিয়েছে।"

Sougata Roy: 'ইন্ডিয়া গেট থেকে হলোগ্রাম ভ্যানিশ, উধাও বিজেপির নেতাজি-প্রেমও'
লোকসভায় সৌগত রায় (ছবি সৌজন্যে - সংসদ টিভি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 9:31 PM

নয়া দিল্লি : নেতাজির জন্মজয়ন্তীর পর দশ দিন অতিক্রান্ত। নেতাজি ট্যাবলোও ঘুরে নিয়েছে রেড রোডের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। কিন্তু নেতাজিকে নিয়ে রাজনৈতিক তর্জা এখনও অব্যাহত। বুধবার তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy) লোকসভায় ফের একবার তুলে ধরলেন নেতাজি প্রসঙ্গ। প্রশ্ন তুললেন, “কেন ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতিকে তুলে নিয়ে যাওয়া হল? শুধুমাত্র ইন্দিরা গান্ধী এটিকে চালু করেছিলেন বলেই কি ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে দেওয়া হল? নরেন্দ্র মোদী ইতিহাসকে মুছে ফেলতে চান। কেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ দেওয়া হল নেতাজির ট্যাবলো? আমরা সেই একই নেতাজি ট্যাবলো কলকাতায় প্রজাতন্ত্র দিবসেই অনুষ্ঠানে প্রদর্শন করেছি। তাহলে এখানে কেন বাদ দেওয়া হল?”

নেতাজি-রাজনীতি অব্যাহত সংসদেও

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী বলছেন, তিনি ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের মূর্তি স্থাপন করতে চান। প্রাথমিকভাবে তিনি সেখানে হলোগ্রাম স্ট্যাচু বসিয়েছিলেন। অনেকগুলি লেসার বিম ব্যবহার করে হলোগ্রাম তৈরি করা হয়। সেই হলোগ্রাম এখন ইন্ডিয়া গেট থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই সঙ্গে নেতাজির প্রতি বিজেপির ভালবাসাও ভ্যানিশ হয়ে গিয়েছে। নেতাজি আর বিজেপি কখনও একসঙ্গে থাকতে পারে না।” সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, “মহাত্মা গান্ধী বলেছিলেন, নেতাজির মধ্যে কোনও সাম্প্রদায়িক ভেদ জ্ঞান ছিল না। এটাই বিজেপির থেকে নেতাজির পার্থক্য। তাই বিজেপির মতো দল, যাঁদের মধ্যে সাম্প্রদায়িক তিক্ততা রয়েছে, তাদের কোনও অধিকার নেই নেতাজিকে সম্মান জানানোর।” দেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা স্মরণ করিয়ে তিনি বলেন, আন্দামানের সেলুলার জেলে যাঁদের পাঠানো হয়েছিল, তাঁদের তিন চতুর্থাংশই বাঙালি।

‘কেন রাজ্যগুলি মেডিকেল প্রবেশিকা নিতে পারবে না?’

সৌগত রায় আরও বলেন, “প্রধানমন্ত্রী দুটি মৌলিক নীতিকে ভুলে যাচ্ছেন। প্রথমটি হল, ধর্মনিরপেক্ষতা এবং দ্বিতীয়টি হল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। বর্তমান প্রধানমন্ত্রী কেন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ব্যবস্থা করেছেন? কেন রাজ্যগুলি নিজেদের মতো করে মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না? তামিলনাড়ুতে ৩০ জন যুবক-যুবতি আত্মহত্যা করেছে। আর প্রধানমন্ত্রী মেডিকেলের আসনের উপর নিজের দখল ধরে রাখতে চাইছেন।”

আমলাদের ডেপুটেশন সংক্রান্ত বিতর্ক

সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। সেই প্রসঙ্গে সৌগত রায় লোকসভায় বলেন, “আমলাদের যদি কেন্দ্রীয় ডেপুটেশনে যেতে বলা হয়, তাহলে অবশ্যই তাঁদের তা করতে হবে। এর জন্য রাজ্যগুলির কোনও অনুমতি প্রয়োজন নেই। এটা কি কেন্দ্র করতে পারে? এটা কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আক্রমণ নয়?”

রাজ্যপাল ইস্যুতে লোকসভায় সরব সৌগত রায়

এর পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গ তুলেও সরব হন তৃণমূল সাংসদ। প্রশ্ন তোলেন রাজ্যপালদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, কেন এমন লোকেদের নিয়োগ করা হয়, যাঁরা রাজ্যের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করেন। সেই প্রসঙ্গে তামিলনাড়ু ও মহারাষ্ট্রের কথাও উল্লেখ করেন। সেই সঙ্গে বাংলার কথা তো অবশ্যই। বলেন, “বাংলায় এমন একজন রাজ্যপাল, যিনি নিত্যদিন টুইট করেন। সংবিধানের কোন ধারায় বলা হয়েছে এমন করা যাবে?”

সেন্ট্রাল ভিস্টার বিরোধিতায় সৌগত রায়

সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের তীব্র সমালোচনা করেন সৌগত রায়। বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে এত অর্থ ব্যয় কোনওভাবেই বরদাস্ত করা যায় না বলেই মত বর্ষীয়ান সাংসদের। তিনি বলেন, “চারিদিকে নির্মাণকাজ হচ্ছে। টাটা কাজ করছে। কী করছে? নতুন সংসদ ভবন তৈরি করছে। আর কী করছে? সেন্ট্রাল ভিস্টা বানাচ্ছে। কত খরচ করছে? ২০ হাজার কোটি টাকা। এটা কি কারও বাবার টাকা, যে আপনি ২০ হাজার কোটি টাকা খরচ করবেন! কোভিড পরিস্থিতির মধ্যে চারিদিকে মানুষ সঙ্কটের মধ্যে রয়েছে, আর তার মধ্যে ২০ হাজার টাকা খরচ করা হচ্ছে এই কাজে। এটা কি মোদীর মহল তৈরি হচ্ছে! আমি এই সেন্ট্রাল ভিস্টার সম্পূর্ণ বিরোধিতা করছি।”

আরও পড়ুন : Rahul Gandhi: ‘২ ভারত – একটি ধনীদের, অন্যটি গরিবদের’, বেকারত্বের জ্বালা মনে করিয়ে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ রাহুলের