Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের কমিশনে তৃণমূল, ত্রিফলা যুক্তিকে হাতিয়ার করে শেষ দু’দফার ভোট একসঙ্গে করার দাবি

করোনার 'অভাবনীয় সংক্রমণের' কথা মাথায় রেখেই পুনরায় কমিশনের কাছে এই আবেদন জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

ফের কমিশনে তৃণমূল, ত্রিফলা যুক্তিকে হাতিয়ার করে শেষ দু'দফার ভোট একসঙ্গে করার দাবি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 3:11 PM

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের বারংবার আবেদন সত্ত্বেও শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে রাজি হয়নি নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছিল, ‘বিধিবদ্ধ কারণে’ এমনটা করা সম্ভব নয়। এ বার কমিশনের চিঠিকে হাতিয়ার করেই পালটা তিনটি যুক্তি খাড়া করে শেষ দুই দফার ভোট একসঙ্গে করার আবেদন জানিয়েছে রাজ্যের শাসকদল। করোনার ‘অভাবনীয় সংক্রমণের’ কথা মাথায় রেখেই পুনরায় কমিশনের কাছে এই আবেদন জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

গতকাল কমিশন নিজের চিঠিতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে বলেছিল, এ বার ভোট প্রক্রিয়ার সময় কমিয়েছে ৬৬ দিনে নিয়ে আসা হয়েছে যা গতবারের থেকে ১১ দিন কম। কিন্তু, গতবার যে বিশ্বব্যাপী কোনও অতিমারি ছিল না, আজকের পালটা চিঠিতে সেটাই মনে করিয়ে দিয়েছে তৃণমূল। সুতরাং গত বিধানসভা ভোটের সঙ্গে এ বারের ভোটের কোনও তুলনা চলে না। বিরোধী দলের দিকে আঙুল তুলে বলা হয়েছে, অনেকেই কোভিড প্রটোকল অনুসরণ না করে বড় জনসভা করছে।

দ্বিতীয় যুক্তি দিয়ে বলা হয়েছে, নির্বাচন এত দীর্ঘ সময় ধরে চলার কারণে কোভিডের বর্তমান পরিস্থিতিতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন, তার অনেক কিছুই করা যাচ্ছে না। তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যের ক্ষেত্রেই যখন এক থেকে সর্বাধিক তিন দফায় ভোট হচ্ছে, সেখানে রাজ্যে আট দফার ভোট করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। যে সময় নির্বাচন ঘোষণা হয়েছিল, তখনকার পরিস্থিতি এতটা গুরুতর ছিল না। সেই কারণে বর্তমান অবস্থার কথা মাথায় রেখে যাতে জরুরি পদক্ষেপ করা হয়, সেই আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: এভাবে করোনা ছড়াচ্ছে, কমিশন কী করছে! ভোটপ্রচারে লাগামছাড়া জমায়েত নিয়ে চরম অসন্তোষ হাইকোর্টের

পাশাপাশি কমিশনের যুক্তিকে পালটা ছুড়ে দিয়ে বলা হয়েছে, ‘অভাবনীয় জনস্বাস্থ্য সঙ্কটের’ কথা ভেবে যখন প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে, তখন একই কারণে কেন শেষ দু’টি দফার ভোট একসঙ্গে আয়োজন করা হবে না! প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রসঙ্গত, এর আগে তিন দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে আগে দু’বার দাবি জানিয়েছিল তৃণমূল। এই নিয়ে তৃতীয়বার চিঠি দেওয়া হল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কমিশনের উপর চাপ তৈরি করতেই তৃণমূল বারবার এই দাবি তুলছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: রাস্তায় খেলছিল বাচ্চারা, বিকট শব্দে কাঁপল এলাকা! স্‌প্লিন্টার ছিটকে সোজা শিশুর থুতনিতে