Narendra Modi at IIT Kanpur: ‘কানপুরে আজ দ্বিগুণ খুশি’, মেট্রো উদ্বোধনে গিয়ে বললেন মোদী
Narendra Modi at IIT Kanpur: মঙ্গলবার কানপুর আইআইটি-র কনভোকেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, কানপুরে মেট্রো রেল প্রকল্পেরও উদ্বোধনও করেন তিনি।
নয়া দিল্লি : বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে পরপর সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। কয়েকদিন আগেই বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার সূচী অনুযায়ী, কানপুরে সফরে গেলেন প্রধানমন্ত্রী। এ দিন কানপুরে একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন মোদী। পাশাপাশি, কানপুর আইআইটি (Kanpur IIT)-তে সমাবর্তনেও উপস্থিত ছিলেন তিনি। এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ কানপুরে দ্বিগুণ আনন্দ। এক দিকে, মেট্রো রেল প্রকল্প পাচ্ছেন নাগরিকেরা, পাশাপাশি আইআইটি কানপুর থেকে একগুচ্ছ উপহার পাচ্ছে প্রযুক্তির দুনিয়া।’
মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন
মঙ্গলবার কানপুরে মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩২ কিলোমিটার জুড়ে চলবে মেট্রো। ১১ হাজার কোটি টাকা খরচে ওই মেট্রো প্রকল্প গড়ে উঠেছে। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকল্পের উদ্বোধনের পর সফরও করেন সেই মেট্রোতে।
২০১৯-এর নভেম্বরে ওই প্রকল্পে অনুমোদন দেয় যোগী আদিত্যনাথ সরকার। এরপরই পুরোদমে শুরু হয় কাজ। বিধানসভা নির্বাচনের আগে সেই লাইনে চালু হল মেট্রো রেল পরিষেবা। পাশাপাশি এ দিন বিনা-পানকি মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্টের উদ্বোধন করবেন তিনি।
আইআইটি কানপুরে মোদী
এ দিন আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টার্ট আপ হাব হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। গত ৬ মাসে ১০ হাজার স্টার্ট আপ সংস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সমাবর্তনে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে মোদী বলেন, ‘যখন তোমরা আইআইটি-তে ভর্তি হয়েছিলে, তখন নিশ্চয় তোমাদের মধ্য়ে এক অজানা ভয় তৈরি হয়েছিল। আজ তোমরা সবার সেরা। গোটা বিশ্বে অনুসন্ধানের ক্ষমতা রাখ।’
মোদী উল্লেখ করেন প্রযুক্তিগত ভাবে মানুষ যতই এগিয়ে যাক মানুষের বুদ্ধিমত্তা ভুলে গেলে চলবে না। আমরা নিজেরা যেন রোবটে পরিণত না হই। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিড়ে মানুষের প্রকৃত বুদ্ধিমত্তা যেন হারিয়ে না যায়। পড়ুয়াদের বলেন, ‘কলেজ থেকে বেরলে তোমাদের সামনে অনেক শর্চকাট খুলে যাবে। কিন্তু চ্যালেঞ্জ না আরাম, কোনটা বাছবে, সেটা বুঝে নিতে হবে। দ্বিতীয়টাই বেছে নেওয়া শ্রেয় বলে মনে করেন তিনি।’
আরও পড়ুন : Covovax-Corbevax: করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের, একই সঙ্গে ছাড়পত্র পেল দু’টি টিকা