২৬ জানুয়ারি তিকরি সীমান্তেই ছিলেন শান্তনু, তথ্য পুলিশের হাতে

টুলকিট-কাণ্ডে সোমবারই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শান্তনুর বিরুদ্ধে

২৬ জানুয়ারি তিকরি সীমান্তেই ছিলেন শান্তনু, তথ্য পুলিশের হাতে
শান্তনুর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতার পরোয়ানা
Follow Us:
| Updated on: Feb 16, 2021 | 7:31 PM

নয়া দিল্লি: টুলকিট-কাণ্ডে আরও এক নয়া তথ্য এল পুলিশের হাতে। গ্রেটা থুনবার্গের ‘টুলকিট’ শেয়ার করার ঘটনায় দিশা রবিকে গ্রেফতার করা হলেও পাওয়া যায়নি নিকিতা ও শান্তনুকে। এরা প্রত্যেকেই ওই ‘টুলকিট’-এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ পুলিশের। এবার শান্তনু সম্পর্কে এক তথ্য পেল পুলিশ।

জানা গিয়েছে, ২০ থেকে ২৭ জানুয়ারি তিকরি সীমান্তে কৃষকদের সঙ্গেই ছিলেন শান্তনু মুলুক নামে ওই যুবক। অর্থাৎ ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর ব়্যালির সময়ও উপস্থিত ছিলেন শান্তনু। এদিকে, প্রজাতন্ত্র দিবসের আগে ‘জুম’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে হওয়া যে ভার্চুয়াল বৈঠকের কথা জানতে পেরেছে পুলিশ সেই বৈঠকে ছিলেন শান্তনু ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার শান্তনুর আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট।

আরও পড়ুন: বাংলায় ভোটের আগে ‘মহাগুরু’ সাক্ষাৎ আরএসএস প্রধানের, জল্পনা তুঙ্গে

এম ও ঢালিওয়াল, ‘পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন’ নামে এক সংস্থার প্রতিষ্ঠাতা, যার সঙ্গে খালিস্তানি যোগ আছে বলে আগেই অভিযোগ করেছিল পুলিশ। তিনিই নাকি আইনজীবী নিকিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন পুনীত নামে এক ব্যক্তির মাধ্যমে। পুনীত নামে নিকিতার ওই সহকর্মী কানাডার নাগরিক বলেও জানতে পেরেছে পুলিশ। এমনকি প্রজাতন্ত্র দিবসের আগেই নাকি ‘জুম’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন ঢালিওয়াল, দিশা ও নিকিতা। কৃষক আন্দোলনে ইন্ধন জোগাতে টুইটারে ঝড় তুলতে হবে, এমনই আলোচন হয়েছিল বলে পুলিশের দাবি। ১১ জানুয়ারি হয় সেই বৈঠক।

দিল্লি পুলিশের সাইবার শাখার দাবি, ‘টুলকিট’-এর অন্যতম সম্পাদক ছিলেন এই দিশা রবি। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ‘পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন’ নামে খালিস্তানি মদতপুষ্ট ওই সংস্থার। দিশাই নাকি টুলকিট এডিট করে তা গ্রেটা থুনবার্গকে পাঠান। আবার গ্রেটা সেটি টুইটারে শেয়ার করার পর দিশাই সেটি উড়িয়ে দিতে বলেন বলে দাবি পুলিশের।

আদালতে তোলা হলে জেরার মুখে কেঁদে ফেলেছেন দিশা রবি। জানিয়েছেন, টুলকিটের মাত্র দু’টি লাইন এডিট করেছেন তিনি। কৃষক আন্দোলনকে সমর্থন করা তাঁর উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন দিশা।