মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৪৭, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
জলের তোড়ে ভেসে যায় বাস। বেরিয়ে আসে একের পর এক দেহ।
নয়া দিল্লি: সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ৫৪ জনকে নিয়ে ব্রিজ থেকে বাস পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৭। চলতি বছরে কিছুদিন আগেই উত্তরাখণ্ডে হিমবাহ ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপর আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল দেশ।
এ দিন সকালে ৫৪ জনকে নিয়ে খাদে পড়ে যায় বাস। চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের সিধি জেলার পাটনা গ্রামের ঘটনা। সিধি থেকে সাতনা যাচ্ছিল বাসটি।
আরও পড়ুন: বাংলায় ভোটের আগে ‘মহাগুরু’ সাক্ষাৎ আরএসএস প্রধানের, জল্পনা তুঙ্গে
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। খালের জলের তোড়েই ভেসে যায় বাস। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়। বেরিয়ে আসে একের পর এক দেহ। ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিধির কালেকটর জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছে এক চার বছরের শিশু। খালে ২০ কিলোমিটার পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়।
ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান, প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
রাজধানী ভোপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কার্যত জলের তোড়ে ভেসে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অমিত শাহের সঙ্গে এ দিন একটি ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ছিল রাজ্যের। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।