Fire at Train: হঠাৎ করেই জ্বলতে শুরু করল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ৩টি কোচ, দেখুন ভিডিয়ো
বিকাল পৌনে ৪টে নাগাদ বোতাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা DEMU ট্রেনটির ৩টি কোচে হঠাৎ করেই আগুন লেগে যায়। প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনায় স্টেশন চত্বরে উপস্থিত যাত্রী ও রেলকর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
গান্ধীনগর: স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। হঠাৎ করেই দাউ-দাউ করে জ্বলতে শুরু করল ট্রেনের ৩টি কোচ। সোমবার বিকালে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাটের (Gujarat) বোতাদ রেলস্টেশন (Botad Station)। যদিও বরাতজোরে অগ্নিকাণ্ডের সময় ট্রেনে কোনও যাত্রী বা রেলকর্মী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডিজেল-বৈদ্যুতিক চালিত (DEMU) ট্রেনটির ৩টি কোচে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, এদিন বিকাল পৌনে ৪টে নাগাদ বোতাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা DEMU ট্রেনটির ৩টি কোচে হঠাৎ করেই আগুন লেগে যায়। প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনায় স্টেশন চত্বরে উপস্থিত যাত্রী ও রেলকর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি স্টেশনের তরফে খবর দেওয়া হয় দমকল বাহিনীতে। তারপর দমকলের তৎপরতায় আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বোতাদ পুরসভার দমকল বিভাগের আধিকারিক রাজু ধাধাল জানান, এদিন বিকাল পৌনে চারটে নাগাদ ট্রেনের ৩টি কোচে আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় ৪টে ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
#WATCH | Gujarat: Fire broke out on a local train at Botad Railway Station earlier today. The train was scheduled to depart for Ahmedabad today evening. No injuries reported. pic.twitter.com/rdkmXQ1FSt
— ANI (@ANI) April 17, 2023
পশ্চিম রেলওয়ের ভাবনগর শাখার অন্তর্গত বোতাদ স্টেশনটি। ভাবনগর শাখার বিভাগীয় কমার্সিয়াল ম্যানেজার মাশুদ আহমেদ জানান, যে DEMU ট্রেনটিতে আগুন লেগেছে সেটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় বোতাদ স্টেশন থেকে আহমেদাবাদের ধারণগাধরার উদ্দেশে রওনা দেয়। ফলে বিকালের দিকে ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ট্রেনটিতে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।