Trainee IAS Puja Khedkar: লুকিয়ে থেকেও পার পেলেন না, এবার পুলিশের জালে পূজার মা
Trainee IAS Puja Khedkar: ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক কৃষকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে মনোরমা খেড়করের। জমিটি তাঁর বলে দাবি জানিয়েছিলেন ট্রেনি IAS পূজা খেড়করের মা। ওই কৃষক নথি দেখানোর দাবি জানান। কথা কাটাকাটির সময়ই পিস্তল বের করেন মনোরমা। কিন্তু, পুরো বিষয়টি একজন রেকর্ড করছে দেখে তিনি পিস্তল সরিয়ে নেন।
পুনে: আরও বিপাকে মহারাষ্ট্রের ট্রেনি IAS পূজা খেড়করের পরিবার। এবার পূজার মা মনোরমা খেড়করকে গ্রেফতার করল পুনের পুলিশ। বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে বৃহস্পতিবার সকালে রায়গড় জেলার একটি লজ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেখানে আত্মগোপন করেছিলেন ট্রেনি IAS পূজার মা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ও ইউপিএসসি-তে পূজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে। তারই মধ্যে খেড়কর পরিবার আরও অস্বস্তিতে পড়ল।
মহারাষ্ট্রের ট্রেনি IAS পূজা খেড়করকে নিয়ে বিতর্কের মধ্যেই ভাইরাল হয় তাঁর মায়ের একটি ভিডিয়ো। এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ‘চমকাচ্ছেন’ তিনি। জানা যায়, পুনের মুলশি গ্রামে একটি জমি নিয়ে বিতর্কের জেরে ওই কৃষককে বন্দুক দেখান মনোরমা। তিনি আহমেদনগর জেলার ভালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ওই কৃষকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে মনোরমার। জমিটি তাঁর বলে দাবি জানিয়েছিলেন পূজার মা। ওই কৃষক নথি দেখানোর দাবি জানান। কথা কাটাকাটির সময়ই পিস্তল বের করেন মনোরমা। কিন্তু, পুরো বিষয়টি একজন রেকর্ড করছে দেখে তিনি পিস্তল সরিয়ে নেন।
ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই পদক্ষেপ করে পুনে পুলিশ। মনোরমার বিরুদ্ধে FIR দায়ের করে। সেই FIR-এ মনোরমার স্বামীর নামও যোগ করে পুলিশ। মনোরমার স্বামী দিলীপ খেড়কর একজন প্রাক্তন IAS আধিকারিক। তাঁর বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্র সরকার ২ বার তাঁকে সাসপেন্ড করেছিল।
২০২৩ ব্যাচের IAS পূজা খেড়করের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্র। এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইউপিএসসি-র নির্বাচন প্রক্রিয়ায় ছাড় পেতে নিজের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন পূজা। তাঁর চোখের দৃষ্টিতে সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু, সেই শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সত্যি হলে পূজার নিয়োগ বাতিল হতে পারে। ইতিমধ্যে তাঁকে মুসৌরির IAS প্রশিক্ষণ কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছে। এই পরিস্থিতি খেড়কর পরিবারের অস্বস্তি আরও বাড়ল মনোরমাকে পুলিশ গ্রেফতার করায়।