TV9 Network ভারতসেরা, YouTube — এ অবিসংবাদিত প্রথম

TV9 Most Viewed Network on YouTube: আমাদের প্রতি আপনাদের এই আস্থা, ভালবাসা এবং আশীর্বাদের জন্য প্রত্যেককে বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছে TV9 Network।

TV9 Network ভারতসেরা, YouTube — এ অবিসংবাদিত প্রথম
TV9 Network — দেশের প্রথম পছন্দ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 3:24 PM

আর কেউ নয়, আমরাই প্রথম। সম্প্রতি দেশের ইন্টারনেট অডিয়েন্সের হিসেবনিকেষের উপর ভিত্তি করে যে রিপোর্ট কমস্কোর (Comscore) প্রকাশ করেছে, সেখানে অবিসংবাদিতভাবে প্রথম স্থান অধিকার করেছে TV9 Network। বিশ্বাসযোগ্যতা এবং পছন্দের তালিকায় YouTube — এ TV9 নেওটওয়ার্ক ভারতসেরা। এবিপি নেটওয়ার্ক (ABP Network), জি ডিজিটাল (Zee Digital), নেটওয়ার্ক এইটিন (Network), মালয়লা মনোরমা নেটওয়ার্ক (Malayala Manorama Network) এবং ইন্ডিয়া টুডে গ্রুপকে (India Today Group) পিছনে ফেলে সবার শীর্ষে TV9 Network।

YouTube

YouTube — এই অভাবনীয় সাফল্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে হিন্দি ভাষার সংবাদমাধ্যম TV9 Bharatvarsh। যোগ্য সঙ্গত দিয়েছে TV9 Bangla, TV9 Telugu, TV9 Marathi, TV9 Gujrati, TV9 Kannada সহ Money9 — এর মতো নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলগুলোও।

আমাদের প্রতি আপনাদের এই আস্থা, ভালবাসা এবং আশীর্বাদের জন্য প্রত্যেককে বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছে TV9 Network।