Twitter: হঠাৎ সাদা হয়ে গেল স্ক্রিন, উধাও টুইট! ভর সন্ধ্যা থেকে ভারতে বন্ধ টুইটারের পরিষেবা
Twitter Service Down: টুইটার মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ৬৪ শতাংশই এই সমস্যার মুখে পড়েছেন। অন্যদিকে, মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের ৩৪ শতাংশ ব্যবহারকারী সমস্যায় পড়েন।
নয়া দিল্লি: টুইটারে সমস্যা যেন মিটছেই না। ফের থমকে গেল টুইটারের পরিষেবা। রবিবার সন্ধে ৭টা নাগাদ হঠাৎ বন্ধ হয়ে যায় টুইটার পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করেন, টুইটার অ্যাপ খুলছে না। কারোর যদি অ্যাপ খোলেও, তাতে পেজ রিফ্রেশ হচ্ছে না। প্রায় ২৭০০-রও বেশি গ্রাহক টুইটার ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। আজ, সোমবার নতুন রূপে ফের একবার টুইটার ব্লু প্রকাশ করার কথা। ঠিক তার আগেই এ হেন প্রযুক্তিগত সমস্যা দেখা গেল টুইটারে। যদিও এখনও অবধি টুইটার সংস্থার তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
রবিবার সন্ধে ৭টা নাগাদ হঠাৎই শোরগোল পড়ে যায়। একের পর এক টুইটার ব্যবহারকারী জানান, টুইটার ব্যবহার করতে সমস্যা হচ্ছে। কেউ বলেন, তাদের ফোনে টুইটার অ্য়াপটিই খুলছে না। কেউ আবার জানান, টুইটার খুললেও তাতে পেজ রিফ্রেশ হচ্ছে না। পুরনো যে টুইটগুলি শেষবার দেখেছিলেন, তাই-ই বারবার দেখানো হচ্ছে। ডাউনডিটেক্টর-র তথ্য অনুযায়ী, সন্ধে ৭ টা ১৬ মিনিট নাগাদ টুইটার কাজ করা বন্ধ করে দেয়। প্রায় ২৭০০-রও বেশি টুইটার অ্যাকাউন্টে সমস্যা দেখা যায়।
জানা গিয়েছে, টুইটার মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ৬৪ শতাংশই এই সমস্যার মুখে পড়েছেন। অন্যদিকে, মাইক্রো ব্লগিং ওয়েবসাইটের ৩৪ শতাংশ ব্যবহারকারী সমস্যায় পড়েন। মূলত অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদেরই এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ফেসবুক ও হোয়াটসঅ্য়াপ পরিষেবাও বন্ধ হয়ে যায়। গত সপ্তাহে জিমেইল পরিষেবাও ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এই সমস্যার জন্য কেন্দ্রীয় তবে রবিবার কী কারণে টুইটারে এই সমস্যা দেখা গিয়েছে, সে বিষয়ে টুইটার কর্তৃপক্ষের তরফে কোনও কিছু জানানো হয়নি।
আজ থেকেই টুইটারের নতুন পরিষেবা টুইটার ব্লু নতুন রূপে প্রকাশ করা হচ্ছে। আপাতত আইওএস ব্যবহারকারীরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। আগে টুইটার ব্লু-র জন্য মাসিক ৮ ডলার ধার্য করা হলেও, নতুুন রূপে টুইটার ব্লু-র জন্য অ্যাপেল ব্যবহারকারীদের মাসিক ১১ ডলার খরচ করতে হবে। এর আগে গত নভেম্বর মাসে টুইটার ব্লু চালু করা হলেও, ভুয়ো অ্যাকাউন্টের ঠেলায় সেই পরিষেবা বন্ধ করে দিতে হয়।