Fire inside train: ‘এত ঠান্ডা, কী আর করব…’ ট্রেনের কামরায় ঘুঁটেতে আগুন জ্বালিয়ে গা গরম করলেন দুই যুবক

Fire inside train: অসম থেকে ছাড়ার পর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে ঘটে এই ঘটনা। দুই যুবকের এই কীর্তিতে হাজার হাজার মানুষের প্রাণের ঝুঁকি তৈরি হতে পারত। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের দুই যুবককে। তবে গ্রেফতার হওয়ার পরও তাঁরা পুলিশকে বলেছেন, তাঁদের কিছু করার ছিল না। ট্রেনের অসংরক্ষিত কামরায় এত ঠান্ডা ছিল যে কিছু একটা করতেই হত।

Fire inside train: 'এত ঠান্ডা, কী আর করব...' ট্রেনের কামরায় ঘুঁটেতে আগুন জ্বালিয়ে গা গরম করলেন দুই যুবক
ফাইল ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 1:30 PM

মুজফফরনগর: খুব ঠান্ডা। রাতের ট্রেনে রীতিমতো কেঁপে উঠছেন যাত্রীরা। ব্যাগ থেকে চাদর-সোয়েটার বের করে কোনও ক্রমে একটু আরাম পাওয়ার চেষ্টা করছেন তাঁরা। তবে ফরিদাবাদের চন্দন কুমার ও দেবেন্দ্র সিং দেখলেন সোয়েটারেও শীত মরছে না। তাহলে কী করা যায়? ব্যাগে মজুত ছিল সব সরঞ্জাম, যাতে শীত থেকে অব্যাহতি পাওয়া যায়। যেমন ভাবা, তেমন কাজ। ব্যাগ থেকে বের করে ফেললেন ঘুঁটে। তারপর তাতে জ্বালিয়ে দিলেন আগুন। ব্যাস, তার ওপর হাত রেখেই বাকি রাস্তা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। এর ফলে যে কী ঘটতে পারত, সে ব্যাপারে বোধ হয় কোনও ধারনাই ছিল না চন্দন বা দেবেন্দ্রর।

অসম থেকে ছাড়ার পর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে ঘটে এই ঘটনা। দুই যুবকের এই কীর্তিতে হাজার হাজার মানুষের প্রাণের ঝুঁকি তৈরি হতে পারত। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের দুই যুবককে।

তবে গ্রেফতার হওয়ার পরও তাঁরা পুলিশকে বলেছেন, তাঁদের কিছু করার ছিল না। ট্রেনের অসংরক্ষিত কামরায় এত ঠাণ্ডা ছিল যে কিছু একটা করতেই হত। আরপিএফ-কে তাঁদের স্পষ্ট জবাব, আমরা শুধু নিজেদের রক্ষা করার চেষ্টা করছিলাম। সেই কারণেই আগুন জ্বালিয়েছিলাম। আরপিএফ-এর আলিগড় পোস্ট কমান্ডার রাজীব শর্মা জানিয়েছেন, একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে দুই যুবকের বিরুদ্ধে। তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট ১৪ জন যাত্রীকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়েছে।

ওই ট্রেনে উপস্থিত আরপিএফ কর্মীরা হঠাৎ করেই ধোঁয়া দেখতে পেয়েছিলেন। এরপরই তাঁরা দেখেন, কয়েকজন আগুন জ্বালিয়ে তার সামনে বসে আছেন। এরপর দ্রুত ট্রেন থামিয়ে দেওয়া হয় মাঝপথে। ঘটনার তদন্ত চলছে।