Amit Shah provides CAA certificates: CAA ফোটাল মুখে হাসি, আজ থেকে ভারতের নাগরিক ১৮৮ উদ্বাস্তু
Amit Shah provides CAA certificates: নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "শুধু নাগরিকত্ব দেওয়া নয়। উদ্বাস্তুদের ন্যায় ও অধিকার দেওয়ার আইনও সিএএ। যাঁদের একসময় লোকে উদ্বাস্তু বলত, আজ থেকে তাঁরা ভারত মায়ের সন্তান।"
আহমেদাবাদ: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে মুখে হাসি ফুটল ১৮৮ জন উদ্বাস্তুর। রবিবার আহমেদাবাদের ওই ১৮৮ জনের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওই উদ্বাস্তুরা আজ থেকে ভারতের নাগরিক। তাঁদের হাতে শংসাপত্র তুলে দিয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শুধু নাগরিকত্ব দেওয়া নয়। উদ্বাস্তুদের ন্যায় ও অধিকার দেওয়ার আইনও সিএএ। যাঁদের একসময় লোকে উদ্বাস্তু বলত, আজ থেকে তাঁরা ভারত মায়ের সন্তান। লক্ষ লক্ষ শরণার্থী যাঁরা তিন প্রজন্ম ধরে অন্যায়ের শিকার হয়েছেন, তাঁদের ন্যায় দিতেই উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
ইন্ডিয়া জোটকে আক্রমণ করে অমিত শাহ বলেন, “সিএএ লাগু করতে যাতে বিলম্ব হয়, সেজন্য সবরকম চেষ্টা করেছিল ইন্ডিয়া জোট।” তিনি জানান, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সিএএ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। ২০১৯ সালে তা পাশও করেন। কিন্তু, সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়। অমিত শাহ বলেন, “মুসলিমদের ভুল বোঝানো হয়। তাদের বলা হয়, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। কিন্তু, আমি মুসলিম ভাইদের বলতে চাই, সিএএ-তে নাগরিকত্ব দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় না। আজ যাঁরা নাগরিকত্ব পেলেন, তাঁদের মুখে দিকে তাকান। সবার হাসি মুখ।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও শরণার্থীর উদ্বেগের কোনও কারণ নেই। তাঁরা নিশ্চিন্ত মনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। দেশ ভাগ নিয়েও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। বলেন, “কোনও দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। শুধু ভারতেই তা হয়েছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)