Amit Shah-Adhir Ranjan Chowdhury: ‘দল সুযোগ দিচ্ছে না, বিজেপির থেকে সময় নিয়ে বলুন’, অধীরকে খোঁচা অমিত শাহের
No Confidence Motion: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাঝেই বারংবার উঠে বিরোধিতা করছিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে কটাক্ষ করেই অমিত শাহ বলেন, "আপনার দল বলার সুযোগ দিচ্ছে না। আপনি বিজেপির থেকে সময় নিয়ে কথা বলুন। আমার বক্তব্যের মাঝে বলবেন না।"
নয়া দিল্লি: অধিবেশন চলাকালীনই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)-কে খোঁচা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) নিয়ে আলোচনা চলছিল। একদিকে যেমন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মণিপুর ইস্যু নিয়ে বক্তব্য রাখেন, তেমনই কেন্দ্রের তরফে জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাঝেই বারংবার উঠে বিরোধিতা করছিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে কটাক্ষ করেই অমিত শাহ বলেন, “আপনার দল বলার সুযোগ দিচ্ছে না। আপনি বিজেপির থেকে সময় নিয়ে কথা বলুন। আমার বক্তব্যের মাঝে বলবেন না।”
বুধবার অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ রাখছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুর হিংসা নিয়ে তিনি কথা বলতে শুরু করেছিলেন, এমন সময়ই বক্তব্যের মাঝে বাধা দেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর চিৎকারে বিরক্ত হন অমিত শাহ। তিনি অধীর চৌধুরীকে থামিয়ে বলেন, “আপনি এখন কথা বলতে পারেন না। চুপ করে বসুন। আপনাকে সংসদের নিয়ম আপনার জানা উচিত। আপনার দল বক্তব্য রাখার তালিকায় আপনার নামই রাখেনি। আপনি উঠে বলতে শুরু করেন। আপনি বিরোধী দলনেতা, না আপনি বক্তব্য শুরু করেন, না কাউকে বলতে দেন।”
Adhir Ranjan Chowdhury tried to interrupt Amit Shah.
Amit Shah “You are not allowed to speak by your own party, why are you interrupting my speech”
Baith Jao 🤣🔥🤣
MotaBhai 🫡🔥 pic.twitter.com/YQeeoYr2mE
— Tanmay Sutradhar 🇮🇳 (@thetanmay_) August 9, 2023
এরপরই অধীর চৌধুরী ফের উঠে বলতে শুরু করলে অমিত শাহ বলেন, “মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটা অনুরোধ জানাচ্ছি। আশা করছি কারোর আপত্তি থাকবে না। আপনি বিজেপির জন্য বরাদ্দ সময় থেকে আধ ঘণ্টা অধীর রঞ্জন চৌধুরীকে দিন। উনি ওই সময়ে কথা বলবেন। আমার বক্তব্যের মাঝে কথা বলবেন না। ওঁর দল বলার সুযোগ দিচ্ছেন না। তাই আমার বক্তব্যের মাঝে বারবার উঠে পড়ছেন।”
Adhir Ranjan Chowdhury again came on Radar of Amit Shah. 😄
Kitni bejaati karaoge Adhir ji. pic.twitter.com/tnYOGxRUbk
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) August 9, 2023
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই হাসির রোল ওঠে সংসদ কক্ষে। হাসিমুখে দেখা যায় অধীর রঞ্জন চৌধুরীকে।