Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weeding Gift: মেয়ের বিয়েতে বুলডোজার উপহার অবসরপ্রাপ্ত সেনাকর্মী বাবার

মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যদি পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হন তাহলে তিনি এই বুলডোজার থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

Weeding Gift: মেয়ের বিয়েতে বুলডোজার উপহার অবসরপ্রাপ্ত সেনাকর্মী বাবার
মেয়ের বিয়েতে জেসিবি মেশিন উপহার। ছবি সৌজন্য: টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 6:10 AM

হামিরপুর: বিয়ের উপহার বুলডোজার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা পরশুরাম প্রজাপতি। তিনি নিজের মেয়ের বিয়েতে নবদম্পতিকে বুলডোজার উপহার দিয়েছেন। যা দেখে হতবাক বিবাহ-অনুষ্ঠানে আমন্ত্রিত আত্মীয়-স্বজন থেকে সকল অতিথি।

জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মী হলেন পরশুরাম প্রজাপতি। গত ১৫ ডিসেম্বর তাঁর মেয়ে নেহার সঙ্গে সৌনকরের বাসিন্দা, নৌ আধিকারিক যোগেন্দ্রর বিয়ে হয়। বিয়ের দিন পরশুরাম প্রজাপতি মেয়ে-জামাইকে বিলাসবহুল গাড়ির পরিবর্তে একটি জেসিবি উপহার দেন। যা দেখে হতবাক হয়ে যান ওই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়-পরিজন থেকে বন্ধুবান্ধবও।

তবে এরকম উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রাক্তন সেনা কর্মী। তিনি জানান, তাঁর মেয়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যদি পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হন তাহলে তিনি এই বুলডোজার থেকে অর্থ উপার্জন করতে পারবেন।

তবে পরশুরাম প্রজাপতি যা-ই বলুন, তাঁর এই উপহারে অতিথিদের মতো মেয়ে পর্যন্ত হতবাক হলেও এই উপহারটি অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন জামাই যোগেন্দ্র। তাঁর কথায়, “এটা অন্যদের চাকরি সুযোগ দেওয়ার সৃষ্টি করার একটা প্রস্তাব হতে পারে। ১৫ ডিসেম্বর আমাদের বিয়ের দিন আমার শ্বশুরমশাই বুলডোজার উপহার দিয়েছেন। এটি আমাদের জেলার জন্য চাকরি সৃষ্টির এক নয়া উদ্যোগ।”