Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttar Pradesh: বউকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতেই ঝুলে গেল জামাই! ১৫ সেকেন্ডের ভিডিয়োয় রয়েছে সব সত্যিটা

Uttar Pradesh: বলকের বাবা রাম প্রকাশ জানান, সুধা ১৫ দিন আগেই বাপের বাড়ি গিয়েছিল। যে দিন এই ঘটনাটি ঘটে, সেদিন বলক রাম তাঁর স্ত্রী সুধাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে যান।

Uttar Pradesh: বউকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতেই ঝুলে গেল জামাই! ১৫ সেকেন্ডের ভিডিয়োয় রয়েছে সব সত্যিটা
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 2:34 PM

বিপদে বুঝতে পেরেছিলেন আগেই, তবু নিজেকে বাঁচাতে পারেননি। মাত্র ২৬ বছর বয়স যুবকের। উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা বলক রাম। শ্বশুর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যদিও বিপদে আছেন বুঝতে পেরে ঘটনার আগেই একটি ১৫ সেকেন্ডের ভিডিয়ো রেকর্ড করেছিলেন তিনি। যেখানে তিনি বলেন, “তিনি বিপদে রয়েছেন।”

সেই ভিডিয়োতে বলক রামকে বলেন, “আমার স্ত্রী সুধার কোনও অধিকার নেই। এঁরা আমাকে খুন করার চেষ্টা করছে। আমি আমার শ্বশুর বাড়িতে রয়েছি। এবার দেখুন।” এরপরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। তারপরেই সেই বাড়ি থেকে শাড়িতে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলকের দেহ।

আট বছর আগে বিয়ে হয়েছিল সুধা এবং বলক রামের। তাঁদের দুটি সন্তান আছে। বলকের বাবা রাম প্রকাশ জানান, সুধা ১৫ দিন আগেই বাপের বাড়ি গিয়েছিল। যে দিন এই ঘটনাটি ঘটে, সেদিন বলক রাম তাঁর স্ত্রী সুধাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে যান। যদিও সেই কথা বলকের পরিবারে কেউ জানত না। বাবার অভিযোগ, ছেলেকে ওই চরম পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে।

রাম প্রকাশ বাবু বলেন, “যদিও কোনও ঝামেলা ছিল না তবু আমার পুত্রবধূকে আনতে যাওয়ার সময় আমাকে গ্রামের প্রধানকে সঙ্গে করে আনতে বলা হয়েছিল। পরে, আমাদের জানানো হয় আমার ছেলে আত্মহত্যা করেছে।”

পুলিশকে ঘটনাটি জানানো হলে তাঁরা বালক রামকে মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সুপার (গ্রামীণ) গোপীনাথ সোনি জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও সুধার বাবা-মা দাবি বালক রাম আত্মহত্যা করেছেন তাঁরা কোনও ভুল কাজ করেননি।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'