দু’বার চোখ কচলিয়েও বিশ্বাস হচ্ছে না ভানুর, তাঁর অ্যাকাউন্টে ব্যালেন্স ৯৯০০ কোটি টাকা! কীভাবে?

Bank Account: চলতি সপ্তাহেই তিনি নিজের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট চেক করেন আর সঙ্গে সঙ্গে আঁতকে ওঠেন। দু'বার চোখ কচলিয়েও দেখেন যা চোখের ভুল তো নয়, সত্যি সত্যিই অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে ৯৯,৯৯,৯৪,৯৫,৯৯৯.৯৯ টাকা।

দু'বার চোখ কচলিয়েও বিশ্বাস হচ্ছে না ভানুর, তাঁর অ্যাকাউন্টে ব্যালেন্স ৯৯০০ কোটি টাকা! কীভাবে?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: May 19, 2024 | 8:20 AM

লখনউ: রাতারাতি লাখপতি হওয়ার কথা আমরা শুনেছি। ভাগ্যের জোরে অনেকে কোটিপতিও হয়েছেন। তা বলে ১০০০০ কোটি টাকার মালিক! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না কৃষক। দেখলেন, তাঁর অ্যাকাউন্টে এসেছে ৯,৯০০ কোটি টাকা। কিন্তু কীভাবে?

উত্তর প্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা ভানু প্রসাদ। কৃষিকাজ করে তাঁর সংসার চলে। চলতি সপ্তাহেই তিনি নিজের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট চেক করেন আর সঙ্গে সঙ্গে আঁতকে ওঠেন। দু’বার চোখ কচলিয়েও দেখেন যা চোখের ভুল তো নয়, সত্যি সত্যিই অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে ৯৯,৯৯,৯৪,৯৫,৯৯৯.৯৯ টাকা। মোট অঙ্কটা ঠিক কত, তাও আন্দাজ করতে পারছিলেন ভানু। চিন্তায় পড়ে যোগাযোগ করেন ব্যাঙ্কের সঙ্গে।

ব্যাঙ্কের আধিকারকদেরও তো চক্ষু চড়কগাছ। একজন সাধারণ কৃষকের অ্যাকাউন্টে কী করে ৯,৯৯০ কোটি টাকা থাকতে পারে? পরে তদন্ত করে জানা যায়, প্রযুক্তিগত সমস্যা বা টেকনিক্যাল গ্লিচের কারণেই কৃষকের অ্যাকাউন্টে এত টাকা চলে এসেছিল।

ব্যাঙ্ক জানিয়েছে, ভানু প্রকাশের অ্যাকাউন্ট আসলে কিসান ক্রেডিট কার্ড লোন অ্যাকাউন্ট,  যা বর্তমানে নন-পার্ফমিং অ্যাসেটে পরিণত হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণেই ভানুর অ্যাকাউন্টে এত টাকা চলে এসেছে।

রাতারাতি প্রায় ১০ হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেও, এক টাকাও খরচ করতে পারছেন না ভানু। কারণ ব্য়াঙ্কের তরফে আপাতত তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে কোনও রকমের অপব্যবহার রুখতে।