Char Dham Yatra: রিলস বানানো যাবে না কেদার-বদ্রীনাথে, চারধামে বন্ধ হল এই দর্শন
Uttarakhand Government: আগে, চারধামে মন্দিরের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল, তাও কার্যকর থাকবে। যদি কেউ রিলস বানাতে গিয়ে বা মন্দির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রচার করতে গিয়ে ধরা পড়েন, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।
দেহরাদুন: খুলে গিয়েছে কেদারনাথ, বদ্রীনাথের দরজা। আর চারধাম যাত্রা শুরু হতেই নেমেছে পুণ্যার্থীদের ঢল। তবে এই চারদাম যাত্রায় বিপদও ঘটছে। ৫ দিনেই কমপক্ষে ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে দুইদিন আগেই অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছিল। এবার আরও বড় সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। আপাতত বন্ধ করে দেওয়া হল ভিআইপি দর্শন। একইসঙ্গে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরাখণ্ড প্রশাসনের তরফে চারধাম যাত্রা আয়োজনকারীদের জানানো হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত চারধামে ভিআইপি দর্শন বন্ধ থাকবে। অতিরিক্ত পুণ্য়ার্থীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব রাধা রাতুরি।
In view of the huge crowd of pilgrims in the Char Dham Yatra, Uttarakhand Chief Secretary Radha Raturi has extended the ban on VIP darshan till May 31, so that all the devotees can easily visit the four Dhams. pic.twitter.com/u2GX19Ap8n
— ANI (@ANI) May 17, 2024
ভিআইপি দর্শন বন্ধের পাশাপাশি মন্দিরে ভিডিয়ো ও রিলস বানানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানো ব্যান করে দেওয়া হয়েছে। এর কারণ হিসাবে জানানো হয়েছে, ভিডিয়ো বা রিলস বানানোর ঠেলায় মন্দিরের এক জায়গায় অনেকে ভিড় করছেন। এর ফলে পুণ্য়ার্থীদের দর্শনে সমস্যা হচ্ছে। ভক্তদের কথা মাথায় রেখেই মন্দিরের ৫০ মিটারের মধ্যে ভিডিয়ো ও রিলস বানানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
আগে, চারধামে মন্দিরের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল, তাও কার্যকর থাকবে। যদি কেউ রিলস বানাতে গিয়ে বা মন্দির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রচার করতে গিয়ে ধরা পড়েন, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।
প্রসঙ্গত, গত ১০ মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে। প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।