Medical Negligence: শিশুর আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার! মেডিক্যাল কলেজের নামকরা ডাক্তারের কাণ্ডে তুমুল অশান্তি

Medical Negligence: ভুল বুঝতে পেরেই অভিযুক্ত চিকিৎসক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, শিশুটির জিভে সিস্ট ছিল, অবিলম্বে তা অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, সেই কারণেই তিনি অস্ত্রোপচার করেছেন।

Medical Negligence: শিশুর আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার! মেডিক্যাল কলেজের নামকরা ডাক্তারের কাণ্ডে তুমুল অশান্তি
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: May 17, 2024 | 7:28 AM

তিরুবনন্তপুরম: সরকারি হাসপাতালেই চিকিৎসকের চরম গাফিলতি। আঙুলের অস্ত্রোপচার করাতে গিয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল এক শিশুর। চিকিৎসক ‘ভুলবশত’ শিশুর হাতের আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার করে বসলেন! বিষয়টি জানাজানি হতেই তুমুল বিতর্ক শুরু হয়। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড করা হয়েছে ওই চিকিৎসককে। হাসপাতালের তরফে জমা দেওয়া হয়েছে রিপোর্টও।

চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে কেরলের কোঝিকোড় মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই শিশুটির হাতে পাঁচটির বদলে ছয়টি আঙুল রয়েছে। অতিরিক্ত আঙুল অস্ত্রোপচার করে বাদ দেওয়ার জন্যই মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল শিশুটিকে।

নির্দিষ্ট দিনে অস্ত্রোপচারও হয়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে শিশুটিকে বের করতেই চমকে ওঠেন তাঁর মা-বাবা। দেখেন, আঙুল তো বাদ যায়ইনি, বরং শিশুটির জিভে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক। ভুল বুঝতে পেরেই অভিযুক্ত চিকিৎসক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, শিশুটির জিভে সিস্ট ছিল, অবিলম্বে তা অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, সেই কারণেই তিনি অস্ত্রোপচার করেছেন। যদিও পরিবারের দাবি, শিশুটির জিভে কোনও সমস্যাই ছিল না। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন চিকিৎসক। তাঁর এই গাফিলতি এবং শাস্তি থেকে বাঁচতে মিথ্যাকে অত্য়ন্ত নিন্দাজনক বলেই উল্লেখ করেছেন তাঁরা।

অন্যদিকে, হাসপাতালের তরফে শিশুটির পরিবারকে জানানো হয়েছে, একই দিনে দুটি শিশুর অস্ত্রোপচার ছিল। সেই কারণেই এই মারাত্মক ভুল হয়েছে। 

গোটা ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা-অশান্তি ছড়ায়। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের নির্দেশে ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন একটি রিপোর্ট জমা দেন এবং তার ভিত্তিতেই অভিযুক্ত চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। পুলিশও শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির মামলা দায়ের করেছে।

স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের সমস্ত হাসপাতালকে অস্ত্রোপচার ও অন্যান্য মেডিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে কড়া নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন।